নিজস্ব প্রতিবেদক
দুই দিন সিলেটে বন্ধ থাকবে প্রাইভেট চেম্বার ও অপারেশন কার্যক্রম
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে সিলেটেও সোম-মঙ্গলবার (১৭ ও ১৮ জুলাই) চিকিৎসকদের প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইনি চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) সিলেট শাখার অন্যতম সদস্য ডা. সুরাইয়া আফরোজ।
তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এই প্রতিবাদ কর্মসূচি সিলেটে পালন করা হবে।
এর আগে রবিবার (১৬ জুলাই) দুপুরে ওজিএসবি’র সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সালমা রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়- সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুই চিকিৎসক ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহাকে গ্রেফতারের বিষয়ে শনিবার (১৫ জুলাই) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনদিনের কর্মসূচি গৃহীত হয়।
কর্মসূচিগুলো হচ্ছে- রবিবার দেশের প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করবেন চিকিৎসকেরা। সেইসঙ্গে ১৭ ও ১৮ জুলাই সবার প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে।’
আগামী মঙ্গলবার (১৮ জুলাই) ওজিএসবি আবার বিএমএ’র সঙ্গে বৈঠকে করবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এদিকে, ওজিএসবি ও বিএমএ’র সিদ্ধান্ত অনুযায়ী রবিবার দুপুরে সর্বস্তরের চিকিৎসকবৃন্দের উপস্থিতিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১নং গেইটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে বক্তারা রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক ডা. মুনা ও শাহজাদীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণের আগেই তাদের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানান।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’