নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে আজ সকালে আ. লীগ বিকালে বিএনপির কর্মসূচি
মৌলভীবাজার জেলা সদরে আজ শহরের দুই জায়গায় আলাদা আলাদা সময়ে দলীয় কর্মসূচি পালন করবে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ এবং জেলা বিএনপি। নির্বাচনের আগে দুই দলের একদিনে এমন কর্মসূচি নিয়ে জেলার রাজনীতি অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও দুই দলের মধ্যে কোনো সহিংসতার আশঙ্কা করছেন শহরের বিশিষ্টজনেরা। মূলত, দলীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষেই আজ মাঠে নেমেছেন দল দুইটির নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টায় জেলার শহীদ মিনার প্রাঙ্গণে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার কর্মসূচি উপস্থিত হয়। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদের নেতৃত্বে এ সমাবেশে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।
শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শহরের বিভিন্ন সড়কে উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। শোভাযাত্রাকে সফল করতে সকাল ১০টার পর থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হতে দেখা গেছে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।
অন্যদিকে মৌলভীবাজার জেলা বিএনপি তাদের কেন্দ্রী ঘোষিত কর্মসূচিতে সাড়া দিয়ে আজ পদযাত্রা করবে বিকাল ৩টায়। জেলা বিএনপির সভাপতি নাসের রহমানের নেতৃত্বে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বিএনপির পদযাত্রা শুরুর কথা রয়েছে। মূলত ক্ষমতাসীন সরকারের পদত্যাগ দাবী, রাষ্ট্র সংস্কারসহ নির্দলীয় সরকারের দাবীতে পদযাত্রা করবে বিএনপি।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ থেকে ঢাকাসহ সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কর্মসূচির প্রথম দিনে আওয়ামী লীগ আজ ঢাকা মহানগর ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের সব জেলা ও মহানগরে এ কর্মসূচি পালন করবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবার প্রয়াসে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’