আই নিউজ ডেস্ক
আপডেট: ১৭:০২, ১৮ জুলাই ২০২৩
শান্তিগঞ্জে
কাঁঠালকাণ্ডে হ-ত্যা : ফ্রান্স পালানোর সময় মূলহোতা আটক
ঘটনার মূল পরিকল্পনাকারী মইনুল হক।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদে দানকৃত কাঁঠালের নিলামে সংঘর্ষে একজনকে হ ত্যা র ঘটনার মূল পরিকল্পনাকারীকে ভারতে প্রবেশের সময় গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক (এসআই) কাজী জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ওই ব্যক্তির নাম মইনুল হক। তিনি ভারত হয়ে ফ্রান্সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
সোমবার (১৭ জুলাই) দুপুরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোববার (১৬ জুলাই) রাতে এ ঘটনায় দ্বীন ইসলাম গ্রুপের নিহত নুরুল হকের ভাই তফজ্জুল হক ও বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে মালদার মিয়ার পক্ষের ১৬৩ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মালদার গোষ্ঠীর মৃত আসক আলীর ছেলে মইনুল হক (৩৭)। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক (এসআই) কাজী জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি মইনুল হক বেনাপোল পোর্ট থানা হেফাজতে আছে। সংশ্লিষ্ট থানায় তাকে পাঠানো হবে। তার নামে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা রয়েছে।
বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা যায়, ভারতে পালিয়ে যাওয়ার জন্য ফ্রান্স প্রবাসী মইনুল হক বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এ সময় তথ্য যাচাই করে দেখা যায়, তিনি হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। পরে তাকে গ্রেপ্তার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেন।চ
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার সেকেন্ড অফিসার তপন কান্তি দাস বলেন, ফ্রান্সে পালিয়ে যাওয়ার সময় মইনুল হককে বেনাপোলে পোর্ট থানা পুলিশ গ্রেফতার করেছে। আসামীকে আনতে আমাদের টিম যশোরে যাচ্ছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’