হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে পাহাড় থেকে নিখোঁজের ৪ দিন মিলল গলে যাওয়া লা শ
প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নোয়াপাড়া এলাকার গহীন পাহাড় থেকে চার দিন আগে নিখোঁজ হন বাবুল মিয়া (৪৬) নামের প্রৌঢ় ব্যক্তি। নিখোঁজের পর পাহাড়সহ আশেপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় নি। নিখোঁজের চার দিন পর গহীন ওই পাহাড়ের বরুরা নামক স্থানে পাওয়া যায় বাবুল মিয়ার লা শ। নি হ তে র পরিবারের দাবি তাকে হ ত্যা করা হয়েছে।
বাবুল মিয়া নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়েব আলী সর্দারের ছেলে বলে জানিয়েছে মাধবপুর থানা পুলিশ।
জানা যায়, গত ১৫ জুলাই সকালে বাবুল মিয়া নোয়াপাড়া পাহাড় এলাকায় প্রতিদিনের মত গরু চড়াতে যান। কিন্তু বেলা শেষে গরুগুলো ফিরে আসলেও বাবুল মিয়া ফিরে আসেননি। পরে পাহাড়ের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার স্ত্রী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন।
মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় লোকজন গহীন পাহাড় এলাকায় বরুরা নামক স্থানে হাত পা ও মুখ বাধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে এবং লাশটি বাবুল মিয়ার বলে শনাক্ত হয়। লাশটি টরে ময়নাতন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
নিহতের স্ত্রী মাহমুদা বেগম কাঁদতে কাঁদতে বলেন- আমার স্বামীকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে নি র্ম ম ভা বে হ ত্যা করা হয়েছে। তিনি তাঁর স্বামীর হ ত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান- অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।ময়না তন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এ ব্যাপারে কোনো কিছু বলা যাবে না।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’