নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৫:১৫, ২২ জুলাই ২০২৩
কমলগঞ্জ ও বড়লেখা পৌরসভা পাচ্ছে সুপেয় পানির সুবিধা
টিউবওয়েল থেকে সুপেয় পানি পান করছে কিশোর।
মৌলভীবাজারের কমলগঞ্জ ও বড়লেখা পৌরসভা পাচ্ছে সুপেয় পানির সুবিধা। এর মধ্যে কমলগঞ্জ পৌরসভায় কাজ শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) পানি সরবারহ ও স্যানিটেশন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য, অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, পৌর মেয়র জুয়েল আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খালেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বড়লেখা পৌরসভায় এরইমধ্যে কাজ শুরু হবে বলে জানা গেছে।
সুপেয় পানি পাওয়ার খবরে খুশি নাগিরকেরা
কমলগঞ্জ পৌরসভার বাসিন্দা আকিদুর রহমান বলেন- ‘আমরা পানির জন্য খুব কষ্ট পাচ্ছি। পানিতে খুব আয়রন। ভালো পানি খেতে পারি না। টাকা দিয়ে কিনে খাওয়ারও সামর্থ্য নাই। এখন দেখছি সরকার ভালো পানির ব্যবস্থা করে দিচ্ছে। এতে আমাদের অনেক উপকার হবে।’
পৌরসভার নারী বাসিন্দা ছলিমা খাতুন বলেন- ‘পানির জন্য খুব কষ্ট। কাপড় ধুলে সাদা কাপড় লাল হয়ে যায়। রান্না করলে সব লাল হয়ে যায়। শুনেছি সরকার সুপেয় পানির ব্যবস্থা করে দিচ্ছে। মনে হচ্ছে পানির কষ্টের দিন এখন যাবে।’
কমলগঞ্জ পৌরসভায় পানি সরবারহ ও স্যানিটেশন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য, অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে- সুপেয় পানি নিশ্চিত করতে এই প্রকল্পে ৬০০ মিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ওভারহেড টেংক, প্রতি ঘন্টায় ১০০ মিটার ক্ষমতাসম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং পাইপযুক্ত দুইটি উৎপাদক নলকূপ স্থাপন করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৫৮ কোটি টাকা।
পানি সরবারহ ও স্যানিটেশন প্রকল্পে দেশের ১৯ জেলায় ৩০টি পৌরসভায় এই প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রকল্পে মোট ব্যয় হবে ১ হাজার ৭৫১ কোটি ৫০ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।
৩০টি পৌরসভায় পাইপলাইনে পানি সরবরাহ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্টসহ সার্বিক স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। সেই সঙ্গে রয়েছে পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা। ওয়াটার ও স্যানিটেশন কার্যক্রমে পৌরসভাগুলোকে জরুরি সহায়তা, পৌরসভার ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশন ব্যবস্থার ওপর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সক্ষমতা বাড়ানোও অন্যতম উদ্দেশ্য।
এই প্রকল্পে যে ৩০ টি পৌরসভা সুপেয় পানির আওতায় আসবে
নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌরসভা, টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী, ভুয়াপুর পৌরসভা, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, চট্টগামের বাঁশখালী, চান্দনাইশ পৌরসভা, কুমিল্লার হোমনা, দেবিদ্বার পৌরসভা, ফেনীর পরশুরাম, লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর সেনবাগ, বগুড়ার কাহালু ও শিবগঞ্জ পৌরসভা।
এছাড়াও জয়পুরহাট জেলার পাঁচবিবি, আক্কেলপুর পৌরসভা, নাটোরের বনপাড়া, বড়াইগ্রাম পৌরসভা, চাঁপাইনবাগঞ্জের নাচোল পৌরসভা, রাজশাহীর কাটাখালী, তাহিরপুর, বাঘা পৌরসভা, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া, যশোরের চৌগাছা, মেহেরপুরের গাংনী পৌরসভা, মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জ এবং জামালপুরের ইসলামপুর পৌরসভায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রকল্পে যে কাজগুলো হবে
প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে, পৌরসভাগুলোর পাইপলাইনে পানি সরবরাহের ব্যবস্থা করা, ফিক্যাল স্ল্যাজ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা, ড্রেনেজ ব্যবস্থা স্থাপন ও উন্নয়ন করা, ৯০টি পাবলিক টয়লেট স্থাপন, বাড়িঘরে ৯ হাজার উন্নত ল্যাট্রিন নির্মাণ, বিদ্যমান পানির উৎসগুলো পুনরুজ্জীবিতকরণ, পানির মিটার স্থাপন, গারবেজ ট্রাক ক্রয়, পৌরসভার জন্য ভেকু সংগ্রহসহ অন্য যন্ত্রপাতিও সংগ্রহ করা হবে।
বিশ্বব্যাংকের সহযোগিতা
দেশের পৌর এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটারি সুবিধা দিতে পৌরসভার সক্ষমতা বাড়ানোর প্রকল্প নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের সঙ্গে ১০ কোটি ডলারের ঋণ চুক্তি সই হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৬০ কোটি টাকা।
বিশ্বব্যাংকের ঋণের ওপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১ দশমিক ২৫ শতাংশ হারে সুদ দিতে হবে। ঋণের পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ৩১ ডিসেম্বর ২০২৩ মেয়াদে।
ইআরডি সচিব মনোয়ার আহমেদ বলেন, বিশ্বব্যাংক আমাদের পরম বন্ধু। অনেক উন্নয়নমূলক প্রকল্পে বিশ্বব্যাংক আমাদের ঋণ দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এই ঋণটি পেয়েছি। জনগণের এই অর্থের সর্বোত্তম ব্যবহার করতে হবে। পাশাপাশি প্রকেল্পের যথাযথ মান নিশ্চিত করতে হবে। কোনোভাবেই জনগণের অর্থের অপচয় করা যাবে না।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’