নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৭:২৫, ৭ আগস্ট ২০২৩
‘কর্পোরেট হাসপাতালের সেবা’ এখন রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
‘মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পাওয়া যাচ্ছে কর্পোরেট হাসপাতালের সেবা : যেখানে নবজাতকের সেবায় রয়েছে ‘রেডিয়েন্ট ওয়ার্মার উইথ বেবি কট’।’ এমনটাই বলছে- স্বাস্থ্য অধিদফতর। রোববার (৬ আগস্ট) ডিজিএইচএসের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করা হয়।
ডিজিএইচএসের ফেসবুক পেজে শেয়ার করা ওই পোস্টে বলা হয়- রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমানের উদ্যোগে নবজাতক শিশুদের ‘রেডিয়েন্ট ওয়ার্মার উইথ বেবি কট’ দিয়ে সেবা দেওয়া হচ্ছে। যেসকল নবজাতকের স্বাভাবিক ওজনের চেয়ে কম ওজন নিয়ে জন্ম হয়েছে, যেসকল নবজাতকের নির্ধারিত সময়ের পূর্বের জন্ম হয়েছে এবং যেসকল নবজাতক গর্ভাবস্থায় অথবা জন্মের সময় ইনফেকশনে আক্রান্ত হয়। তাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য এই বিশেষ যন্ত্রের সাহায্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমান আই নিউজকে বলেন- ‘আগেও এখানে সেবা দেওয়া হয়েছে। এখন নতুন ভবনে নতুন উদ্যোমে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। হাইপো থারমিয়াসহ নবজাতকের শারীরিক জটিলতায় ‘রেডিয়েন্ট ওয়ার্মার উইথ বেবি কট’ নামক এই বিশেষ যন্ত্রের মাধ্যমে উল্লেখিত সেবাগুলো দেওয়া হয়। এজন্য রয়েছেন আমাদের দক্ষ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান।
ডা. মোহাম্মদ আফজালুর রহমান বলেন- রাজনগর হাওর ও চা-বাগান অধ্যুষিত অঞ্চল। এখানে অনেক গরীব রোগী আছেন। যারা সরকারি হাসপাতালে অন্যান্য সেবার পাশাপাশি নবজাতকের এই বিশেষ সেবা পেয়ে থাকেন। আমরা আন্তরিকভাবে রোগীদের সেবা দিয়ে থাকি।
নবজাতকের চিকিৎসায় ‘রেডিয়েন্ট ওয়ার্মার উইথ বেবি কট’ সেবা নিয়ে আই নিউজের কথা হয় হাওর ও চা-বাগানে বসবাসরত বেশ কয়েকজন মানুষের সাথে।
কাউয়াদীঘি হাওরপাড়ের সাবু মিয়া বলেন- ‘আমরা শ্রমিক মানুষ। মানুষের কাজ করে খাই। দামি হাসপাতালে গিয়ে চিকিৎসা করার সামর্থ্য নাই। কিন্তু রাজনগর হাসপাতালে আমার ভাতিজার চিকিৎসা বিনা পয়সায় করিয়েছি। আমার ভাতিজা এখন আগের চেয়ে সুস্থ ও ভালো আছে।’
চা শ্রমিক বিউটি গোয়ালা বলেন- ‘আমার বোনের মেয়ে কম ওজনসহ আরো অনেক জটিলতা নিয়ে জন্মেছিলো। রাজনগর হাসপাতালে মেশিনে রাখছে। এখন বাচ্চাটা সুস্থ আছে।’
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’