মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:৩৯, ৮ আগস্ট ২০২৩
বঙ্গমাতার জন্মদিনে মৌলভীবাজারে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

বঙ্গমাতার জন্মদিনে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা অধিদপ্তরের সহযোগিতায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ –এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। রাজধানী ঢাকায় গণভবন থেকে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সারাদেশে ৬৪ জেলা প্রান্ত থেকে যুক্ত হয় জেলা ও উপজেলা প্রশাসন কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
মৌলভীবাজার প্রান্তে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মনজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে ৯০জন দরিদ্র নারীকে ৯০টা সেলাই মেশিন এবং ৬৫ জনকে ২ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।
Read More...
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’