সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল
লাউয়াছড়া সড়ক: বৃষ্টিতে গাছ উপড়ে দেড় ঘণ্টা বন্ধ যান চলাচল

ছবিঃ আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কে বৃষ্টিতে গাছ উপড়ে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাতে বেলা ২টার দিকে সড়কে গাছ উপড়ে পড়ে। পরে বনকর্মী ও সিপিজির সদস্যরা গাছ কেটে সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আকস্মিকভাবে গুড়া থেকে গাছ সড়কে পড়লে এ সড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজির সদস্যরা সড়কে পড়া গাছ কেটে সরানোর পর এ পথে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এর ফলে লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রধান ফটক এলাকায় গুড়া থেকে একটি গাছ উপড়ে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের উপর পড়ে। এসময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা এ পথে যাচ্ছিল। গাছটি কাত হচ্ছে দেখতে পেয়ে সিএনজি অটোরিকশা চালক আকস্মিকভাবে সিএনজি অটোরিকশার গতি নিয়ন্ত্রণ করে গাছের কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকেন। ফলে বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন চালকসহ ৫ জন যাত্রী। এ ঘটনার পরপর সড়কের পড়ে থাকা গাছের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়ে। বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজির সদস্যরা এসে পড়া গাছ কেটে সরানোর পর এ সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কমলগঞ্জ-শ্রীমঙ্গল লাইনের বাস চালক আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃষ্টি বাদলের দিনে রীতিমতো ঝুঁকি নিয়ে তারা এ পথে বাস চালান। মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ পথ এলাকার কর্মীরা মিলে সড়কে পড়া গাছ কেটে অপসারণ করেছে।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’