নিজস্ব প্রতিবেদক
মসজিদে মসজিদে সতর্কবার্তা
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে অভিনব উদ্যোগ

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক প্রচারণা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী একমাস এ প্রচারণা চলবে। এমনকি মসজিদে মসজিদেও সতর্কবার্তা প্রচারিত হবে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নেও সরকারি নির্দেশিকা মোতাবেক কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয়।
এসময় শেখ রাসেল হাসান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনসহ জেলার সকল উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে একযোগে সকল দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসা-বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহবান জানানো হয়।
এছাড়া আগামী ১ মাস মসজিদে জোহর ও এশার আযানের আগে এবং জুম’আর নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সতর্কবার্তা প্রচারেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক(ভারপ্রাপ্ত), মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধি, এলজিইডির নির্বাহী প্রকোশলী, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, পৌরসভার মেয়রবৃন্দ; বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি; সিলেট চেম্বারের সভাপতি, ক্যাব সিলেট; ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা আনসার কমান্ডেন্টের প্রতিনিধি; বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইডের প্রতিনিধি; এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’