নিজস্ব প্রতিবেদক
সিলেটে পৃথক অভিযানে ১০ লাখ টাকার চোরাই চিনি জব্দ

সিলেটের ভারতীয় সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ লক্ষাধিক টাকার চোরাই চিনির তিনটি চালান জব্দ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। একই সাথে ৫ চোরাকারবারীকে আটকের পাশাপাশি চোরাই পণ্য বহনের কাজে ব্যবহৃত দু’টি নৌযান এবং একটি পিকআপ জব্দ করা হয়েছে।
গত ৭, ৮ ও ১০ আগস্ট পৃথক তিনটি অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে চোরাই চিনি জব্দ ও ৫ কারবারীকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের পূর্ণাচ্ছ গ্রাম থেকে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯ বস্তা চিনি জব্দ করা হয়, যার বাজার মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা। এসময় চোরাই চিনি বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
এই চালানের সাথে জড়িত মোট ৬ চোরাকারীর মধ্যে ৫ জনকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার নতুন ভাঙাহাওরের আব্দুল হামিদের ছেলে আব্দুল হক ওরফে আব্দুল্লাহ (২৫), কোম্পানীগঞ্জের গৌরিনগর গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে শামীম (২৫), রাজপুর গ্রামের তছির আলীর ছেলে জুয়েল মিয়া (২০), কায়েতগাঁও গ্রামের ইদ্রিছ আলীর ছেলে আয়াত উল্লা (১৯), রাজাপুর গ্রামের আতাউর রহমানের ছেলে নজরুল ইসলাম (১৯)।
অপর চোরাকারবারী কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মৃত ইলাছ আলীর ছেলে জমির উদ্দিন (৩৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের সবার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে গত ৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের দুলাইন বিলের পশ্চিম হাওরে অভিযান চালিয়ে ১০৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় চিনি বহনের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও ৬ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন, কোম্পানীগঞ্জের মাঝেরগাঁও বাগানবস্তি এলাকার মৃত মখলিছ মিয়ার ছেলে হিল্লাল (২৬), মৃত লিলু মিয়ার ছেলে সানচার (৩৮), মৃত আরফান আলীর ছেলে কবির হোসেন (৩২), মাঝেরগাঁও গ্রামের মৃত হাবিবুর রহমানের দুই ছেলে তোফায়েল আহমদ (৩২) ও বিল্লাল (৩৫) এবং কাকুরাইল গ্রামের তজই মিয়ার ছেলে জামাল (২৪)।
এর আগে গত ৭ আগস্ট এই উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরগাঁও রাস্তার পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৭২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয় যার বাজার মূল্য মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় চোরাচালান বিরোধী অভিযান প্রসঙ্গে বলেন, এ ব্যাপারে আমরা খুবই সচেতন। গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’