আই নিউজ ডেস্ক
আপডেট: ১৩:১৭, ২১ আগস্ট ২০২৩
সিলেটের গোয়াইনঘাটে আগুন পুড়ে মা রা গেলেন মা, মেয়ে

প্রতীকী ছবি
রোববার রাত সাড়ে ১২টা। অন্যান্য দিনের মতোই পরিবারের সবাইকে নিয়ে ঘুমে ছিলেন ইয়াকুব মিয়া, তার মা, স্ত্রী-দুই ছেলে-মেয়ে। ঘুমের মধ্যে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম ভাঙে তাঁদের। ততোক্ষণে সিলিন্ডার বিস্ফোরণে তাঁদের বসতঘরে আগুন লেগে গেছে। তাৎক্ষণিক স্থানীয়রা দগ্ধ অবস্থায় ইয়াকুব, তার মা ও দুই ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু বের হতে পারেন নি ইয়াকুবের স্ত্রী ও মেয়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সদস্যরা এসে আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে ইয়াকুব মিয়ার স্ত্রী-মেয়ের ম র দে হ উ দ্ধা র করে।
ঘটনাটি ঘটেছে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রসুলপুর গ্রামে। মৃতরা হলেন- ওই গ্রামের ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার ও মেয়ে সুমাইয়া আক্তার।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, ইয়াকুব মিয়ার দোকান ও বাড়ি একই সঙ্গে অবস্থিত। রাতে ইয়াকুব মিয়া, তার মা, স্ত্রী-দুই ছেলে জুবাইর ও জুনাইদ এবং মেয়ে জেসমিন আক্তার ঘরে ঘুমিয়ে ছিলেন। রোববার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দের পর বসতঘরে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয়রা দগ্ধ অবস্থায় ইয়াকুব, তার মা ও দুই ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
এদিকে, খবর পেয়ে গোয়াইনঘাট ইউএনও তাহমিলুর রহমান ও থানার ওসি কে.এম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়াইনঘাট থানার ওসি কে.এম নজরুল ইসলাম বলেন, বসতঘরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা-মেয়ে ঘরেই দগ্ধ হয়ে যারা যান। তারা ঘর থেকে বের হতে পারেননি। এ ঘটনায় চারজন আহত হন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’