সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে
বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ, সাংবাদিকদের গালিগালাজ!

সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী।
সরকারি বিদ্যালয়ের ফেসবুক পেজ থেকে সাংবাদিকদের গালাগাল করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক! অনিয়ম ও দুনীর্তির সংবাদ ছাপায় সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী সম্প্রতি সাংবাদিকদের বেয়াদব, কুলাঙ্গার, ভূখা— নাঙ্গা, জামায়াত প্রেমিক ও পত্রিকাকে টিস্যু পেপার উল্লেখ করে ফেসবুকে বিদ্যালয়ের পেজ থেকে স্ট্যাটাস দিয়েছেন। বিদ্যালয়ের ফেসবুক পেজে করা পোস্টটি তিনি আবার তার ব্যক্তিগত আইডি থেকেও শেয়ার করেছেন।
সুনামগঞ্জের শিক্ষাঙ্গণের সবচেয়ে বির্তকিত প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী। গত কয়েক বছর ধরে তার বিরুদ্ধে বিদ্যালয়ের অনুপস্থিতি, ভর্তি বাণিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সময়ে অতিরিক্ত টাকা আদায়, অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এসব সংবাদ প্রকাশের জের ধরে তিনি সব সময় ফেসবুকে সাংবাদিকদের গালাগাল দিয়ে লেখালেখি করেন। এর প্রতিকার চেয়ে ইতিপূর্বে মৌখিকভাবে গণমাধ্যমকর্মীরা জেলা প্রশাসক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে অভিযোগ জানিয়েছে।
সম্প্রতি সাড়ে ১০ লাখ টাকা বরাদ্দে বিদ্যালয়ের প্রধান ফটকে তোরণ নির্মাণ করার কাজ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সরকারি বরাদ্দ থাকার পরেও সকল শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা করে তোরণ নির্মাণের জন্য টাকা উত্তোলণ করেন তিনি। এ নিয়ে অভিভাবকরাও ক্ষোভ জানান। বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ের ফেসবুক পেজ থেকে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করে পোস্ট করেন তিনি।
ঐতিহ্যবাহী একটি সরকারি বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে সকল অনিয়মের তদন্তের দাবি জানান গণমাধ্যমকর্মীরা।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার বলেন, একটি স্বনামধন্য ও প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে ঢালাওভাবে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে কটাক্ষ ও আক্রমনাত্মক কথাবার্তা প্রচার করা মোটেও কাম্য নয়। গণমাধ্যম বা গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে প্রেস কাউন্সিল বা প্রচলিত আইনে প্রতিকার না চেয়ে এভাবে বিষোদগার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং গণমাধ্যমকর্মীদের নিয়ে অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশা করি।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে বলেন, এই প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে একাধিক গণমাধ্যমে আর্থিক দুর্নীতির সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদ প্রকাশের পর অন্যায়ভাবে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা তিনি ফেরতও দিয়েছেন। সম্প্রতি ফটক নির্মাণের কথা বলে আবার নির্লজ্জভাবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় শুরু করেন। তার বিরুদ্ধে টিফিনের টাকা আত্মসাতের অভিযোগও আছে। এসব অভিযোগের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য না দিয়ে সাংবাদিকদের গালিগালাজ করে কী ম্যাসেজ দিতে চান তিনি। আসলে তার লজ্জ্বা শরম কম, এজন্য এমন করতে পারছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তিনি আরও বেপরোয়া হয়ে যাবেন।
বিটিভির সুনামগঞ্জ প্রতিনিধি সচেতন নাগরিক কমিটি’র (টিআইবি) সভাপতি অ্যাড. আইনুল ইসলাম বাবলু বলেন, একজন সরকারি কর্মকর্তা কোন অবস্থাতেই গালিগালাজ করে পোস্ট দিতে পারেন না। সংবাদে ভুল থাকলে আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে।
-
সাঈদীর জন্য শোক, সুনামগঞ্জের ১৫ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
-
সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে বাদীকে হ ত্যা: একজনের মৃ ত্যু দণ্ড
স্থানীয় দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় বললেন, প্রকাশিত সংবাদে ভুল থাকলে তিনি প্রতিবাদ বা আইনী পদক্ষেপ নিতে পারতেন। তিনি সেটা না করে বিদ্যালয়ের ফেসবুক পেজ ব্যবহার করে অকথ্য ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করেছেন। যা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাজ হতে পারে না। এরকম হলে শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা কমে যাবে। বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরীর সাথে যোগাযোগ করলে সুনামগঞ্জের কোন সাংবাদিকের সাথে তিনি কথা বলতে চান না বলে মন্তব্য করেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পেজ থেকে গালিগালাজ করে প্রতিষ্ঠান প্রধান এরকম পোস্ট দিতে পারেন কি না জানতে চাইলে, পারি বলেই দিয়েছি বলে উত্তর দেন।
জেলা প্রশাসক ও ম্যানেজিং কমিটির সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, এটা উনার ব্যক্তিগত স্ট্যাটাস। এর দায়—দায়িত্ব উনার। আমি ইতিপূর্বেই উনার কর্মকাণ্ড নিয়ে উর্ধতন কতৃপক্ষকে জানিয়েছি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’