নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
রাজনগরে লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
আদালতে নেয়ার সময় গ্রেফতার ডাকাত সদস্যরা। ছবি- RMB
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দেশীয় অস্ত্র এবং ডাকাতির মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে রাজনগর থানা পুলিশ।
রোববার (২৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত ২৪ আগস্ট রাত প্রায় আড়াইটার দিকে উপজেলায় ২নং উত্তরভাগ ইউপির পশ্চিম লালাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী আমিরুন নেছার (৫৫)ঘরে অজ্ঞাতনামা ৬/৭ জন লোক দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে আক্রমণ করে। এসময় তাঁরা বারান্দার কলাপসিবল গেইটের তালা কেটে ও রুমের ছিটকারি ভেঙ্গে ঘরের লোকদের হাত-পা বেধে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোট ৬ লাখ ২০ হাজার টাকার মালামাল লুট করে।
ছবি- আই নিউজ
পরে এ ঘটনায় রাজনগর থানায় ২৪ আগস্ট দিনে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এবং মামলার তদন্তকারী অফিসার সুলেমান আহমদসহ রাজনগর থানার একটি টিম ডাকাতির এই ঘটনার রহস্য উদঘাটনে তৎপরতা শুরু করে।
পুলিশ সুপার জানান, শনিবার (২৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় উপজেলার ২নং উত্তরভাগ ইউপির নয়াটিলা গ্রামে অভিযান চালায় পুলিশ। নয়াটিলা গ্রামের জাকির হেসেনের বাড়িতে অভিযান চালিয়ে ডাকাত জাকির হোসেন (৪০), রুবেল মিয়া (৩০), আমির হোসেন (৪১)-কে গ্রেফতার করা হয়।
ছবি- আই নিউজ
আটকের পর পুলিশের কাছে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং ডাকাত জাকির হোসেন এর দেখিয়ে দিলে তাদের হেফাজত থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি রূপার চেইন এবং নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে জাকির হোসেনের বসত বাড়ীর পাশের ঝোপ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ডাকাতির কাজে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি একটি কালো রংয়ের খেলনা পিস্তল, কাঠের হাতল বিশিষ্ট লোহার তৈরি দুটি ছুরি, একটি লোহার তৈরি রামদা, একটি লোহার তৈরি হ্যামার, তালা কাটায় ব্যবহৃত একটি লোহার তৈরি কাটার জব্দ করা হয়।
পুলিশের অভিযানে গ্রেফতার আসামীরা হলেন- নয়াটিলা গ্রামের চেরাগ আলীর ছেলে জাকির হোসেন, শাহাপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে মো. আমির হোসেন, লালাপুর (পানিসাইল) গ্রামের জমির আলীর ছেলে রুবেল মিয়া।
আসামিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার (২৭ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
ডাকাত দলের পলাতক সদস্য এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’