আই নিউজ প্রতিবেদক
বাংলাদেশে সবথেকে বেশি নদী সিলেটে
সুনামগঞ্জের সীমান্ত ঘেঁষা একটি নদী থেকে ছবিটি তুলেছেন চিত্রশিল্পী লিংকন দাশ রায়
একসময় বাংলাদেশকে বলা হয়তো তেরোশত নদীর দেশ। পাঠ্যবইয়ে পড়ানো এ দেশের বুকে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে এসব নদী। কিন্তু বাস্তবচিত্র কিছুটা ভিন্ন। সভ্যতার আধুনিকায়নের এ যুগে হারিয়ে গেছে আমাদের অনেক নদ-নদী। এরমধ্যেও যেসব নদী টিকে আছে সেগুলোর বেশিরভাগই সিলেট বিভাগে অবস্থিত। ১৫৭টি নদী ঘিরে আছে পূণ্যভূমি সিলেটকে। যার অনেকগুলো যেমন নেমে এসেছে ভারতের উজান থেকে, তেমনি অনেকগুলো মিশে গেছে দেশের অন্যান্য জেলার সঙ্গে।
গেল ১০ আগস্ট জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে দেশে নদীর সর্বশেষ একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও কমিশন বলেছে এটি পূর্ণাঙ্গ নয় খসড়া তালিকা। সেই তালিকার তথ্য বলছে দেশে এখন সবথেকে বেশি নদী আছে সিলেট অঞ্চলে। আর সবথেকে কম নদী চট্টগ্রামে। এই বিভাগে মাত্র ৬০টি নদীর অস্তিত্ব টিকে আছে।
নদ-নদীর তালিকায় সিলেটের পরেই দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে ময়মসিংহ ও খুলনা বিভাগ। ময়মনসিংহে নদী আছে ১৩৫টি এবং খুলনা বিভাগে ১২৪টি নদীর কথা জানিয়েছে নদী রক্ষা কমিশন। রংপুর বিভাগে আছে ১২১টি নদী। মজার ব্যাপার হলো বরিশালকে পানিতে ঘেরা বিভাগ বলা হলেও বরিশালে সেই সংখ্যক নদী আসলে নেই। কমিশনের তথ্য বলছে, বরিশালে নদী টিকে আছে মাত্র ৯৯টি। অন্যদিকে ঢাকা বিভাগে নদী আছে ১১৮টি এবং রাজশাহীতে ৭১টি।
কমিশন বলছে, তালিকায় থাকা সব নদী জীবন্ত, অর্থাৎ এসব নদী মরে যায়নি। বর্ষায় এসব নদীতে পানি থাকে। কিছু নদী শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। তবে একেবারে অস্তিত্ব নেই বা হারিয়ে গেছে—এমন কোনো নদী তাদের তালিকায় নেই।
জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী, দেশের দীর্ঘতম নদী হচ্ছে ইছামতী। ইছামতীর দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার। চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরা— এই চারটি জেলার ১০টি উপজেলার ওপর দিয়ে নদীটি বয়ে গেছে। ইছামতী নদীর উৎস ভারতে, নদীটি মিশেছে সাতক্ষীরার আরেক নদী রায়মঙ্গলে। এঁকেবেঁকে প্রবাহিত হওয়ার কারণে নদীটি এত দীর্ঘ হয়েছে।
দেশের দ্বিতীয় দীর্ঘতম নদ ধনু। নদী রক্ষা কমিশন বলছে, এই নদের দৈর্ঘ্য ৩০৩ কিলোমিটার।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’