সাইফুল ইসলাম সুমন, জুড়ী
জুড়ীতে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারীকে গ্রেফতার

অভিযানে গ্রেফতারের পর আসামি জুয়েল আহমদ (২০)। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ মামলার প্রধান আসামি জুয়েল আহমদ (২০)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ১৫ বছরের ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। গ্রেফতার হওয়া জুয়েল পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার এক কিশোরীকে অপহরণ করেন বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মোস. হানিফ মিয়ার ছেলে জুয়েল আহমদ। তাকে অপহরণে সহায়তা করে জায়ফরনগর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে রুসন মিয়া (৫৫)। পরে ওই কিশোরীর চাচা বাদী হয়ে জুড়ী থানায় দুই জনকে আসামি করে নারী নির্যাতন ও শিশু নির্যাতন এবং অপহরণে সহায়তা ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন।
মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খসরুল আলম বাদল ঢাকার সাভারে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই খসরুল আলম বাদল বলেন, রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করি এবং ভিকটিমকে উদ্ধার করি।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় জুড়ী থানা পুলিশ অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে ওই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’