সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে নৌকাডুবি: একজনের লা শ উদ্ধার

দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতার ছবি।
সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের মধ্যে শাহ আল নামের (৪১) একজনের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে দুর্ঘটনার ৪৮ ঘন্টার পর মাটিয়ান হাওরের মধ্য স্হান থেকে ভাসমান অবস্থায় তার লা শ পাওয়া যায়। লা শ উদ্ধারের পর পরিবারের লোকজন।
নিহত শাহ আলম উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মশ্রব আলীর ছেলে।
মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুইজন নিখোঁজের মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। অপর একজন এখনও নিখোঁজ রয়েছেন।
নিহতের ভাতিজা আরিফুজ্জামান আরিফ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মাটিয়ান হাওরে তার চাচা শাহ আলমের লাশ ভসমান অবস্থায় উদ্ধার করেছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ একজনের লাশ পাওয়া গেছে। অপরজন এখনও নিখোঁজ রয়েছেন।
-
সুনামগঞ্জে ঝড়ের কবলে পড়ে হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২
-
হাওরে নৌকা ডুবার ২২ ঘণ্টা পরেও উদ্ধার তৎপরতায় নেই ফায়ার সার্ভিস
রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে তাহিরপুর সদর থেকে নৌকা করে নিজে বাড়ি ফেরার পথে উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ফয়েজ মিয়া (৪০), একই গ্রামের মছরব আলীর ছেলে শাহ আলমের (৩৫) নৌকা ডুবে তারা দুজন নিখোঁজ হন। উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান হাওরের বোয়ালমার স্লুইস গেট এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’