নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে স্থানীয় জনসম্পৃক্ত সমস্যা সমাধানে এডভোকেসি সভা
মৌলভীবাজার ডিআই সিনিয়র ফেলোদের আয়োজনে স্থানীয় জন-সম্পৃক্ত সমস্যা সমাধানে কার্যকর এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডির অর্থায়নে ও এসপিএল প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলার বিভিন্ন দলের অভিজ্ঞ ও তরুণ রাজনীতিবিদ ছাড়াও শিক্ষক, সাংবাদিকসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালার প্রধান লক্ষ্য ছিলো সম্মিলিত আলোচনার মাধ্যমে শহরের প্রধান সমস্য গুলো তুলে ধরার পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদে তা সমাধানের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহন। উক্ত অনুষ্ঠানে যে সমস্যা গুলো উঠে আসে তার মধ্যে উল্লেখিত প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, অপ্রতুল স্বাস্থ্য সেবা, মাদক এবং শিশু ভিক্ষাবৃত্তিসহ ইত্যাদি।
অনুষ্ঠানে দুটি দল গঠন করা হয় যারা পরবর্তীতে সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় এডভোকেসি করার একটি পরিকল্পনা গ্রহন করেন।
অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান, ইলেক্টোরাল প্রোগ্রাম এসোসিয়েট মাহতাব উদ্দিন চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র লিডার ফেলোশিপ প্রোগ্রামের ৮ম ব্যাচের তিন ফেলো- মৌলভীবাজার জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি শাহজাদী বেগম, মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ আব্দুল মোহিত টুটু।
সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে সকলে দল মত নির্বিশেষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’