সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল
৫৪ বছর পর
সুপেয় পানির সুবিধা পেলেন কালেঞ্জি খাসিয়া পুঞ্জির বাসিন্দারা
দীর্ঘ সাড়ে চার যুগের প্রতিক্ষার পর সুপেয় পানির সুবিধা পেলেন দুর্গম কালেঞ্জি খাসিয়া পুঞ্জির বাসিন্দারা। 'ইনফো হান্টারের' সহযোগিতায় এই খাবার পানির ব্যবস্থা করা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের দুর্গম বিদ্যুৎবিহীন কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে ৯০টি পরিবারে প্রায় ৫০০ মানুষের বসবাস। বিদ্যুতের ব্যবস্থা না থাকার কারণে ৩০০ ফুট পাহাড়ি টিলার নিচে নেমে শ্রমিকের মাধ্যেমে কূপ থেকে কিনতে হতো।
এই পুঞ্জির প্রতিটি পরিবার ১০টাকার বিনিময়ে এক কলসি দামে সপ্তাহে দুইদিন খাবার পানি পেতেন। আর এই পানি দিয়ে তাদের প্রতিটা পরিবারের সারা সপ্তাহ চলতে হতো। সুপেয় পানির অভাব ছিলো প্রকট।
স্থানীয় আদিবাসিদের কষ্টের কথা নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যচিত্র প্রচারিত হয়। আর ঐ ভিডিও দেখে ঢাকার গালিব আহমেদ, জার্মানির শাকিল, লন্ডনের সানা এবং আমেরিকায় বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিসহ মোট পাঁচজনের সহায়তায় কালেঞ্জি খাসিয়া পুঞ্জির ৫৪ বছরের অপেক্ষার অবসান ঘটে।
শনিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কালেঞ্জি পুঞ্জির সকলের উপস্থিতিতে সুপেয় পানির উপকরণগুলো তাদের হাতে তুলে দেয়া হয়। এরমধ্য রয়েছে বিদ্যুৎ সরবরাহের জন্য ৮০০০ ওয়াটের ১টি জেনারেটর, ১টি সাবমারজিবল পানির পাম্প, ৭টি বড় পানির ট্যাঙ্কি।
যা পেয়ে কালেঞ্জি খাসিয়া পুঞ্জির সবাই খুশিতে আবেগাপ্লুত। এ জন্য তারা ইনফো হান্টারের' সাকিবুর রহমানসহ এ সুপেয় পানির মূল্যবান উপকরণ প্রদানকারী মানবিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইনফো হান্টারের'এর সাথে কথা বলে জানা যায় ধাপে ধাপে সব পিছিয়ে পড়া খাসিয়া পুঞ্জির যত সমস্যা আছে তার সব সমাধান করা হবে বলে তিনি বেশ কয়েক জনের কাছ থেকে আশ্বাস পেয়েছেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমী, কালেঞ্জি পুঞ্জির মান্ত্রী (সমাজ প্রধান) নাইট খেরিয়াম, সহকারী মান্ত্রী নিয়ন খেরিয়াম, রোজিনা তংপের, গালিব আহমেদসহ পুঞ্জির বাসিন্দাগণ।
স্থানীয় বাসিন্দারা জানান- প্রায় ৫৪ বছর আগে কালেঞ্জি পাহাড়ে বসবাস শুরু করেন পুঞ্জির বাসিন্দারা।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’