নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
মৌলভীবাজারে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, পরে শিক্ষার্থীদের বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে শকুনের উপর একটা ডকুমেন্টরী তুলে ধরা হয়।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, প্যানেল মেয়র মো. নাহিদ হোসেন, আইইউসিএন বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও দক্ষিণ এশিয়া উপ-অঞ্চল প্রধান রকিবুল আমিন, সিনিয়র প্রোগ্রাম অফিসার আইইউসিএন বাংলাদেশ এ বি এম সরোয়ার আলম, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির শিক্ষার্থী তাহিয়া তাবাসসুম ইসলাম ও দি ফ্লাওয়ার্স কেজি স্কুলের মাহবুব আহমদ সাদি অতিথি ও শিক্ষার্থীদের মাঝে শুকুন সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, সুন্দরবনের পর শকুনের নিরাপদ আবাসস্থল বৃহত্তর সিলেট অঞ্চল। এখানের রেমা কালেঙ্গাসহ বিভিন্ন বনের উঁচু গাছগাছালিতে এখনো কিছু শকুন বসবাস করছে।
এসব উঁচু গাছপালা কাটা এবং পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন জাতীয় ব্যথানাশক ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহার বন্ধে সবার প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে তারা বলেন, এ ব্যাপারে আমাদের এখনই সচেতন হতে হবে। অন্যথায় দেশ থেকে অচিরেই শকুন বিলুপ্ত হয়ে যাবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্টেকহোল্ডার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’