নিজস্ব প্রতিবেদক
আজ থেকে বন্ধ পেট্রল: মৌলভীবাজারে পাম্পে মোটরবাইক চালকদের ভিড়
মৌলভীবাজার জেলা সদরের বেশিরভাগ পেট্রোল পাম্পে শনিবার রাত থেকে হঠাৎ করে মোটরসাইকেল চালকদের ভিড় বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেট্রল পাম্পে অনির্দিষ্টকাল বন্ধ থাকার খবর জেনে আগেভাগে পেট্রল নিতে ভিড় জমিয়েছেন তারা।
শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই সদর উপজেলার বিভিন্ন পাম্পে মোটরসাইকেল চালকদের ভিড় দেখা যেতে থাকে। শ্রীমঙ্গল সড়ক, ঢাকা-সিলেট সড়ক, কুশুমবাগ, চাঁদনীঘাটসহ বেশ কিছু পাম্পে এসব ভিড় লক্ষ্য করা গেছে। সবাই বলছেন, হরতালের খবর পেয় তারা পেট্রল নিতে এসেছেন।
চাঁদনীঘাটের আমিরুন্নেসা খানম পাম্পে পেট্রল নিতে আসা এক মোটরসাইকেল আরোহীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে দেখলাম রবিবার থেকে লাগাতার হরতাল। পেট্রল সরবরাহ নাকি বন্ধ থাকবে। হরতালের সময় তেল পাবো কিনা নিশ্চয়তা নেই। তাই ঝুঁকি এড়াতে আগেই পেট্রোল নিয়ে রাখছি।
তানভীর নামের এক তরুণ বাইকারের সাথে আলাপ করলে তিনিও জানান একই কথা। বলেন, হরতালের খবর শুনেই সবাই পেট্রল নেয়ার জন্য ভিড় জমাচ্ছে। আমি নিজেও সেই আশঙ্কা থেকে পেট্রল নিতে এসেছি। আগামীকাল জরুরি কাজে বাইক নিয়ে ফেঞ্চুগঞ্জ যাবো। তাই ট্যাঙ্কি পুরো লোড করে নিলাম।
যদিও পেট্রল পাম্পগুলোর সাথে কথা বলে আসন্ন হরতাল কিংবা পেট্রোল বন্ধের নির্দেশনার ব্যাপারে কিছু জানা যায় নি।
মাতারকাপন পাম্পের এক কর্মকর্তা জানান, ধর্মঘটের কোনো নির্দেশনা এখনও আসেনি। তবে সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের ভিড় বেড়েছে।
এদিকে, গত ৩১ আগস্ট পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- এসোসিয়েশনের দীর্ঘদিনের নানা দাবিদাওয়ার প্রেক্ষিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রল পাম্পগুলো বন্ধ থাকবে।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’