নিজস্ব প্রতিবেদক
সিলেটে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম, বিপাকে সাধারণ মানুষ!
সিলেটে প্রতি সপ্তাহেই হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। চড়া মূল্যের কারণে বাজারে গিয়ে হিমশিম খাতে হচ্ছে ক্রেতাদের। গত সপ্তাহে সবজির দাম কাছুটা কম থাকলেও এ সপ্তাহে আবারও বেড়েছে। সবচেয়ে কম দামে যে সবজি বিক্রি হচ্ছে সেটিও ৪০ টাকায়। ক্রেতারা বলছেন, সংসার কি করে চলবে, সে ভাবনাতেই গলা শুকিয়ে যাচ্ছে তাদের।
আর বিক্রেতা বলছেন, চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়া আর পরিবহন খরচ বেড়ে যাওয়া সবজির দাম বাড়ার কারণ।
সিলেটের বাজরে আজ বেগুন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১০০ টাকায়, করলা ৮০ থেকে ১০০ টাকায়, গাজর ১৫০-১৮০, টমেটো ১০০ থেকে ১২০, বরবটি ১০০, কচুরমুখি ১০০, কাঁচা মরিচ ২০০, ধনেপাতা ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কেজি প্রতি ৬০ টাকার ওপরে বিক্রি হওয়া সবজিগুলোর মধ্যে রয়েছে শসা ৬০-৭০, পটল ৬০-৮০, কাঁকরোল ৮০, মূলা ৬০, ধুন্দল ৮০, ঢেঁড়স ৮০, চিচিঙ্গা ৬০ টাকা। লাউ ৮০, চাল কুমড়া ৭০-৮০ টাকা পিস বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায় আর মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।
সিলেটর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন চিত্র দেখা গেছে।
মহানগরীর শিবগঞ্জে বাজার করতে আসা সেলিম নামে এক ক্রেতা জানান, প্রতি সপ্তাহে সবজির দাম বাড়ছে। কিন্তু আমাদের ইনকাম বাড়ছে না। সবজির দাম বেড়ে যাওয়ায় সংসারের বাজেট নষ্ট হচ্ছে। এভাবে দাম বাড়তে থাকলে টিকে থাকাটাই মুশকিল হবে। সবজির বাজারের লাগাম টানার মতো কেউ নেই। সরকারের উচিত সবজির দাম নিয়ন্ত্রণে রাখা। আগে এক থেকে দেড়শ টাকার সবজি কিনলে কমপক্ষে দুদিন রান্না করা যেত। আর এখন এই টাকায় ভালো করে দুইবেলা খাওয়ার জন্য সবজি পাওয়া যায় না। এমটি হলে আমাদের মত মধ্যবিত্তের বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে।
বন্দরবাজারের সবজি বিক্রেতা নিজাম জানান, গত সপ্তাহের চেয়ে সব সবজির দাম এ সপ্তাহে কিছুটা বেশি। এর মধ্যে বাজার চাহিদা মত সবজি নেই। এখানে আমাদের কিছুই করার নেই। আড়ৎ থেকে বেশি দামে সবজি কিনতে হয়। আমরা যে দামে কিনি, অল্প কিছু লাভে বিক্রি করি। আমরা তো আর বাজার নিয়ন্ত্রণ করি না। আড়ৎ থেকে বলা হচ্ছে পরিবহন খরচ বাড়ে যাওয়ায় সবজির দাম বেড়েছে।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’