শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে সম্মাননা পেলেন অবসরপ্রাপ্ত ২৫০ জন চা বাগান কর্মচারী
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অবসরপ্রাপ্ত ২৫০ জন চা বাগান স্টাফকে সম্মাননা দেয়া হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের সভাপতি মো. জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।
এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাশসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক আলোচনার পাশাপাশি গত ১০ আগস্ট নিম্নতম মজুরী বোর্ড প্রকাশিত গেজেটে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের উৎসব ভাতা ও বোনাস একিই স্কিমে রাখাসহ একাধিক বিষয় পূর্বের চুক্তির সাথে সাংঘর্ষিক বলে জানান বক্তারা। যা সংশোধন করে পুন: গেজেট প্রকাশের দাবী তাদের।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’