বিষ্ণু দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারে ১৮ দিনে গড়াল ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফার আন্দোলন
আঠারো নম্বর দিনে গড়িয়েছে ম্যাটস শিক্ষার্থীদের এ আন্দোলন। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে ইন্টার্নশীপ বহাল, স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান ও উচ্চ শিক্ষার দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস, পরীক্ষা ও ইন্টার্নশীপ বর্জন করে মানববন্ধন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। গত মাসের ১৮ তারিখে শুরু হওয়া এ আন্দোলন আজ আঠারো দিনে গড়িয়েছে। তবে এখনো পূরণ হয়নি কোনো কাঙ্খিত দাবি।
সোমবারও (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের সামনে ম্যাটস শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ মৌলভীবাজার ম্যাটস, ন্যাশনাল লাইফ কেয়ার ও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ইন্টার্নশীপ চিকিৎসক পরিষদের দুই শতাধিক শিক্ষার্থী তিনঘণ্টা ব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা অবিলম্বে ইন্টার্নশিপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, ২০০৯ এর চুক্তি মতে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে সতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ এবং জাতির পিতা বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান।
বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সমন্বয়ক ম্যাটস মৌলভীবাজার বিকাশ মল্লিক এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন মৌলভীবাজার ম্যাটস শাখার আহ্বায়ক শুভাশিস কৈরি (আশীষ) বলেন, আমরা বিশদিন ধরে লাগাতার কর্মসূচি পালন করছি, কিছুদিন পরেই আমাদের পরীক্ষা এই সময়ে আমরা পড়ার টেবিলে থাকার কথা ছিল, কিন্তু পরীক্ষা দিয়ে কি হবে যদি আমাদের চাকরি সহ ন্যায্যদাবীর নিশ্চয়তা না পাই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আমাদের প্রাণের চারদফা দাবি মেনে নেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’