নিজস্ব প্রতিবেদক
সিলেটে সাইফুর রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত
বৃহত্তর সিলেট বিভাগে উন্নয়নের রুপকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট বিএনপি।
মঙ্গলবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে মৌলভীবাজারে মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত ও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন জেলা ও মহানগর বিএনপির প্রতিনিধি দল।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ছাড়াও জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দে মৌলভীবাজারে যান।
এদিকে মঙ্গলবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ছাড়াও সিলেট জেলার আওতাধিন সকল উপজেলা ও পৌর এবং মহানগর আওতাধিন সকল ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে মরহুম এম সাইফুর রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃতদের সন্ধান কামনা, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মৃত্যুবরণকারী শহীদদের মাগফেরাত কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, মহানগর আহবায়ক কমিটির সাবেক সদস্য মুর্শেদ আহমদ মুকুল, আফজাল উদ্দিন, রেজাউল করিম আলো, ছালিক চৌধুরী, লল্লিক চৌধুরী, মুফতি নেহাল, কোম্পানীগন্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আকবর, আহাদ চৌধুরী শামীম, রুহোল কুদ্দুস চৌধুরী হামজা, কয়েস আহমদ সাগর, সুলেমান আহমদ, মহানগর ওয়ার্ড বিএনপি সভাপতিবৃন্দের মধ্য থেকে মুফতি রায়হান উদ্দিন মুন্না, মন্জুরুল হাসান মন্জু, মোঃ বাচ্চু মিয়া, সবুর আহমদ, রেজাউর রহমান রুজন, ফখর উদ্দিন পংকি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মাছুম ইবনে রাজ্জাক রুমেল, মহানগর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকদের মধ্য থেকে সৈয়দ রহিম আলী রাসু, রুবেল বক্স, সুলেমান হোসেন সুমন, আলমগীর হোসেন, একেএম ফজলুল হক, দেলোয়ার হোসেন রানা, আকবর আলী, কবির উদ্দিন, সুহেল মাহমুদ, আব্দুল হাসিম জাকারিয়া, জুয়েল আহমদ, জুবেদ, আবু হানিফ, মির্জা জাহেদ, মাশরুর রাসেল, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে আবুল মুনতাসের চৌধুরী সাব্বিহ, মতিউর রহমান শিমুল, আব্দুস সালাম, সুলেমান খা, সৈয়দ রাজন, রুবেল ইসলাম, মুনিম লস্কর, সামছুল ইসলাম ফয়সল, সালাউদ্দিন, জামিল আহমদ, ছালেক আহমদ ও আহমদ সাত্তার সুমন প্রমূখ।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’