নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:৩৪, ৬ সেপ্টেম্বর ২০২৩
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মা-রা গেছেন
সাবেক প্রতিমন্ত্রী এমাদুর রহমান চৌধুরী।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মা-রা গেছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে তিনি মৃ ত্যু বরণ করেন।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে তাঁর মৃ ত্যু র বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এবাদুর রহমান চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বর্ষীয়ান রাজনীতিবীদ ছিলেন। বড়লেখা জুড়ি মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ,বাংলাদেশ সরকারের সাবেক ত্রান ও দুর্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এবাদুর রহমান চৌধুরী এর জীবন
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন খ্যাতিমান আইনজীবি ও রাজনীতিবিদ ছিলেন। তিনি একাধারে সংসদ সদস্য, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন।
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী জন্মগ্রহণ করেন মৌলভীবাজারে। সক্রিয় রাজনীতি শুরু করেন ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে। ১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
চারদলীয় জোট সরকারের আমলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তাঁর রাজনৈতিক জীবনে ভাটা পড়তে শুরু করে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহাব উদ্দিনের কাছে পরাজিত হবার মধ্য দিয়ে।
পারিবারিক জীবনে ব্যক্তি এবাদুর রহমান চৌধুরী চার কন্যার জনক।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’