আই নিউজ ডেস্ক
আপডেট: ১৭:১৪, ৬ সেপ্টেম্বর ২০২৩
সিলেটে ফিলিং স্টেশনে বি-স্ফো-র-ণ: ৪০ ভাগ পু-ড়ে গেছে আ-হতদের শরীর
বি স্ফো র ণে র পর ঘটনাস্থলে উদ্ধার কর্মীরা।
সিলেটে ফিলিং স্টেশনে বি-স্ফো-র-ণে-র ঘটনায় দ-গ্ধ হওয়া ৯ জনের শরীর প্রায় ১৫ থেকে ৪০ ভাগ পর্যন্ত পু-ড়ে গেছে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া।
সিলেট ফিলিং স্টেশনে বি-স্ফো-র-ণে-র ঘটনাটি ঘটে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে। মীরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে এই বি-স্ফো-র-ণ হয়।
ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে তিনি গণমাধ্যমকে জানান, ৪৮ ঘণ্টা পর বুঝা যাবে কাদের অবস্থা গু-রু-ত-র। তবে আমরা সবাইকে সিরিয়াস হিসেবে দেখছি। তাদের শরীরের বিভিন্ন অংশ পু-ড়ে-ছে। তাদের চিকিৎসাসেবা গুরুত্ব দিয়ে করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৭ জন কর্মচারী ও ২ জন পথচারী দগ্ধ হন।
ফিলিং স্টেশনের মালিক আফতাব আহমদ লিটন জানান, সন্ধ্যার পর গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। ওই সময় কার্যক্রম শেষ করে সবাই পাম্প বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। কমপ্রেসর কক্ষের একটি বাল্ব চেক করার সময় বি-স্ফো-র-ণ ঘটে।
বি-স্ফো-র-ণে-র পর আগুন ধরেনি বলে তিনি দাবি করলেও সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে তারা আগুন নিয়ন্ত্রণ করেছেন।
এদিকে আ-হ-ত-দে-র উ-দ্ধা-র করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গু-রু-ত-র।
-
সিলেটে গ্যাস পাম্পে জেনারেটর বি স্ফো র ণ, দগ্ধ ৭
-
সিলেটে সাইফুর রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত
দুর্ঘটনায় আহতরা হলেন- শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্প কর্মচারী মিনহাজ আহমদ, ইমন, মুহিন, শহরতলীর কোরবান টিলার রুমেল, সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের বাদল দাস, সদর উপজেলার জাঙ্গাল এলাকার তারেক আহমদ, একই এলাকার রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া, একই গ্রামের লুৎফুর রহমান। এদের মধ্যে ৭ জনই ফিলিং স্টেশনের কর্মচারী। বাকি ২ জন পথচারী বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ।
বি-স্ফো-র-ণে-র পর পাম্পের সামনের মিরাবাজার-টিলাগড় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
শফিক আহমদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় বি-ক-ট শব্দে বি-স্ফো-র-ণ হয়। পাম্পে আগুন লেগে যায়। আ-হ-ত কয়েকজনকে তিনি হাসপাতালে নিয়ে যান।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’