শ্রীমঙ্গল প্রতিনিধি, মৌলভীবাজার
শ্রীমঙ্গলে ইমাম সাহেবদের নিয়ে যক্ষা রোগ প্রতিরোধ বিষয়ক সেমিনার
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ইমাম সাহেবদের নিয়ে জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ৩০ জন ইমাম ও মোয়াজ্জেম অংশ নেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও বিএমএ শ্রীমঙ্গলের সভাপতি ডা. হরিপদ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটাব কেন্দ্রীয় কমিটির প্রজেক্ট কো-অর্ডিনেটর ডা. উম্নে আজাদ।
এছাড়াও, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ্ব মো. আব্দুল কুদ্দুস নিজামী।
নাটাবের সাধারণ সম্পাদক জহর তরফদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, নাটাবের কোষাধ্যক্ষ মো. কাওছার ইকবাল, জাতীয় যক্ষা নিরোধ কর্মসূচীর স্বাস্থ্য সহকারী তাপস দেব ও নাটাব কেন্দ্রীয় প্রতিনিধি সুমন চৌধুরী প্রমূখ।
-
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মা-রা গেছেন
-
শ্রীমঙ্গলে আনন্দমুখর পরিবেশে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
অনুষ্ঠানে ইমাম সাহেবরা যক্ষা রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে ব্যাপক ধারণা লাভ করেন। এছাড়াও তারা প্রশ্ন-উত্তর পর্বেও অংশগ্রহণ করেন। ইমাম সাহেবরা জনসচেতনতার পাশাপাশি মসজিদে ও বিভিন্ন সভা সমাবেশে যক্ষা রোগের লক্ষণ, প্রতিকার ও বিনামূল্যে চিকিৎসা বিষয়টি তুলে ধরার পাশাপাশি যক্ষা রোগ নির্মূলে সর্বাত্বক সহযোগিতা ও ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগটি নির্মূলে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশও যথাযথ গুরুত্বসহকারে কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব শ্রীমঙ্গল শাখা ইতোপূর্বে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক, প্রশাসনিকসহ বিভিন্ন দপ্তরের পেশাজীবিদের নিয়ে সচেতনতা মূলক মত বিনিময় সভা করে আসছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’