মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
আলুর মূল্য নিয়ন্ত্রণে শ্রীমঙ্গলে ব্যাবসায়ী সমিতির জরুরি বৈঠক

পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠকে ব্যবসায়ী সমিতির নেতারা। ছবি- আই নিউজ
শ্রীমঙ্গলে আলুর মূল্য নিয়ন্ত্রণে আনতে স্থানীয় আলু ব্যবসায়ীদের সাথে জরুরি বৈঠক করেছে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি। শ্রীমঙ্গল পাইকারী বাজারের আলু ব্যবসায়ীদের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেনের নেতৃত্বে ব্যাবসায়ী নেতারা শ্রীমঙ্গল পাইকারী বাজারের আলু ব্যবসায়ীদের সাথে আলুর মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বৈঠক করেন। বৈঠকে বর্তমান সরকারের বেঁধে দেয়া মূল্যে বাজারে আলু বিক্রির উপর জোর দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের সদস্য আমজাদ হোসেন বাচ্চু।
বৈঠকে পাইকারী বাজারের আলু ব্যবসায়ীরা জানান, তারা আরত থেকে আলু ক্রয় করেন ৪০ টাকা দরে। পরিবহনসহ অন্যান্য ব্যায় মিটিয়ে আলুর দর আসে ৪২/৪৩ টাকা। এরপরও তারা লোকসানে আলু বিক্রি করছেন। এ ব্যপারে তাদের করণীয় বিষয়ে ব্যবসায়ী সমিতি ও প্রশাসনের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
এসময় বেঁধে দেয়া দামে আলু বিক্রি ও বাজার মনিটরিং এর মাধ্যমে আলুর দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন জেলা প্রসাশক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আহবান জানান।
এদিকে সরকার আলুর দাম নির্ধারণ করে দেয়ার পর আজ শ্রীমঙ্গল কাঁচা বাজারে প্রকারভেদে আলু খুচরা পর্যায়ে ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। সরকারিভাবে আলুর দাম কেজি প্রতি ৩৫ থেকে ৩৬ টাকা দর বেধে দেয়া হলেও কোথাও এই দরে আলু বিক্রি হতে দেখা যায় নি।
স্থানীয় ক্রেতারা আলুর দাম নিয়ে কারসাজি হচ্ছে এমন অভিযোগ করে বলেছেন, ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে আলু বাজারে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’