আই নিউজ প্রতিবেদক
ওসমানীর ডেঙ্গু ওয়ার্ডে মৌলভীবাজারের নারীর মৃ ত্যু

ফাইল ছবি
এডিশ মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত সন্দেহে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর মৃ ত্যু হয়েছে। তাঁর বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তবে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে মা রা গেছেন কিনা তা নিশ্চিত ভাবে জানা যায় নি।
গত ৯ সেপ্টেম্বর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যানদুর্গেশ্বরী (৬০) নামের ওই নারী। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ওই নারী জ্বরসহ ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ৬ সেপ্টেম্বর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট নতুন করে আরও ১৩ জন ডেঙ্গু রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে ১ হাজার ১২৩ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে এক জনের।
সিলেটে নতুন করে আক্রান্ত ১৩ জনের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ১ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ১ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ৪ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ১ জন চিকিৎসা নিচ্ছেন।
গত ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী।
ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯৭ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৭ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১৩ জন এবং মৌলভীবাজারে ৩ ভর্তি রয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৮৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে ফেব্রুয়ারি-মার্চে না থাকলেও এপ্রিলে ১ জন ও মে মাসে ১ জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন। আর আগস্ট মাসে ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।
গত মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৭ জন। আর সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে প্রথম মৃত্য হয় সিলেটে এবং এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭০ জন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’