নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৩
পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে সিলেটে বিভাগীয় সংহতি সমাবেশ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে সিলেটে বিভাগীয় সংহতি সমাবেশ। ছবি : আই নিউজ
'পার্বত্য চুক্তি বাস্তবায়নে সম্মিলিত বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন' এ স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সিলেটে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সিলেটের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন চুক্তি বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক লোকমান আহমদ। সদস্য সচিব আবু জাফরের সঞ্চালনায় সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
সংহতি সমাবেশে উপস্থিত থেকে সংহতি বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস,পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান, পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ড. খায়রুল চৌধুরী, সিপিবি সভাপতি সৈয়দ ফরহাূদ হোসেন, জাসদ সদস্য সচিব প্রনব জ্যোতি পাল, বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি সিকান্দার আলী, ঐক্য ন্যাপ সিলেটের সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, জাসদ সিলেট মহানগর শাখা সাধারন সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গুলজার আহমেদ, মুনিপুরী কবি একে শেরাম, বাংলাদেশ আদিবাসী ফোরামের সিলেটের সভাপতি গৌরাঙ্গ পাত্র প্রমুখ। সংহতি সমাবেশে সুলতানা কামাল বলেন, ক্ষমতার বাইরে থাকলে রাজনৈতিক দায় চলে যায়না। আমরা সবাই জানি কাদের হাতে পার্বত্য চট্রগ্রাম ছেড়ে দেওয়া হয়েছে। পার্বত্য চুক্তি নিয়ে খুব কম কথা বলা হয়, এটা শুধু আদিবাসীদের সমস্যা নয়। যারা সকলের চুক্তি ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গড়ে ওঠা ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’–এর আয়োজনে এটি হবে চতুর্থ বিভাগীয় সমাবেশ। এর আগে চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহে তিনটি বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’