নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১২:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২৩
মৌলভীবাজারে ৯ বছর পর হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে সারা শহর ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুনে। ছবি- আই নিউজ
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আগামী ২৪ সেপ্টেম্বর জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এরিমধ্যে সম্মেলনকে ঘিরে মৌলভীবাজার জেলা সদরে নেতাকর্মীদের মধ্যে চলছে সাজসাজ রব। শহরের সড়কগুলো ছেয়ে গেছে নেতাকর্মীদের রংবেরঙের ফেস্টুন আর তোরণের সাজে।
আগামীকাল রোববার (২৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের পাশে অনুষ্ঠিত হবে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে মাঠে প্রস্তুত করা হচ্ছে বিশাল মঞ্চের। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের উপস্থিত থাকার কথা রয়েছে।
তাছাড়া, ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
সম্মেলনের মাত্র একদিন আগে সম্মেলনের মঞ্চস্থল সরেজমিন ঘুরে দেখা যায়, দ্রুততার সঙ্গে মঞ্চ ও সম্মেলনের প্রস্তুতি কাজ সারতে ব্যস্ত সময় পার করছেন জেলা নেতাকর্মীরা। শহরের সেন্ট্রাল রোড, কোর্টরোড, ঢাকা-সিলেট সড়কে লাগানো হয়েছে অসংখ্য তোরণ। সেসব তোরণে কেন্দ্রীয় নেতাকর্মীর ছবির পাশাপাশি শোভা পাচ্ছে জেলা স্বেচ্ছাসেবক লীগে বিভিন্ন পদ প্রত্যাশী নেতাকর্মীদের ছবি। সবমিলিয়ে স্বেচ্ছাসেবক লীগের এই সম্মেলনকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে মৌলভীবাজারে।
ত্রিবার্ষিক সম্মেলনের ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি মো. নজমুল হক বলেন, ২০১৪ সালে সবশেষ জেলা স্বেচ্ছাসেবক লীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে আমাকে সভাপতি এবং মোজাম্মেল হক রাব্বিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর দীর্ঘ দশ বছর আর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ফলে এই সম্মেলনকে ঘিরে ছোট-ব্ড় সব নেতাকর্মীদের মধ্যে এক প্রকার আনন্দের জোয়ার বইছে। সারা শহরে সেই উৎসবমুখর দৃশ্য চোখে পড়ার মতো।
গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত আসন্ন ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে চার জন ও সাধারণ সম্পাদক পদে পাঁচ জন তাদের পরিচয়পত্র ইতিমধ্যে জমা দিয়েছেন বলেও জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি।
জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজমুল হক।
-
জুড়ীতে যুবলীগের প্রাথমি সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন
-
মৌলভীবাজারে যুব ঐক্য পরিষদে সভাপতি লাকী সাধারণ সম্পাদক রনি
অনুষ্ঠান সঞ্চালনা করবেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি।
এছাড়াও ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম মাহবুবুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ- প্রবাসী সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’