নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১১:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২৩
ত্রিবার্ষিক সম্মেলন
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগে পদপ্রত্যাশী যারা
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দলীয় লোগো।
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আগামী ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হবে এই ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে এরিমাঝে দেখা গেছে পদপ্রত্যাশী নেতাকর্মীদের দৌড়ঝাঁপ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের উপস্থিত থাকার কথা রয়েছে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হবে প্রথম অধিবেশন। প্রায় ৩ মেয়াদ পরে হতে যাওয়া এই সম্মেলনকে ঘিরে তাই সবার আগ্রহও চোখে পড়ার মতোন। স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার পদপ্রত্যাশীরা জোর লবিং শুরু করেছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। এরিমধ্যে সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন এমন খবরও আসছে।
স্বেচ্ছাসেবক লীগে সভাপতি পদপ্রত্যাশী যারা
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক এ সম্মেলনে সভাপতি পদে পদপ্রত্যাশী যাদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন- স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক রাব্বি, স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা খয়েজ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবলীগ সাবেক সহ-সভাপতি সুজিত চন্দ্র দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রেনু, স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সহ-সভাপতি শাকিল আহমদ, স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শাজাহান মানিক প্রমুখ। যদিও শেষপর্যন্ত কেন্দ্রীয় কমিটি কাদেরকে নির্বাচন করবেন তা সম্মেলন শেষেই চূড়ান্তভাবে জানা যাবে।
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী যারা
স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক এ সম্মেলনে সভাপতি পদে পদপ্রত্যাশী যাদের নাম শোনা যাচ্ছে তাঁদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমদ তপু, ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষার, সাবেক যুবনেতা তুষার আহমদ, স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির নেতা সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় দেবনাথ, স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক তানিম এ জাবের প্রমুখ।
শেষ মুহুর্তে যা বলছেন জেলার নেতারা
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আই নিউজকে বলেন- সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী অনেকেই জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। সবাইকে আজকের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।
-
মৌলভীবাজারে ৯ বছর পর হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
-
ফতেপুর ইউনিয়নের সার্ভার হ্যাক করে রোহিঙ্গাদের নিবন্ধন
সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ আই নিউজকে বলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে উন্নয়নের ধারা সূচনা করেছে; তার কাংখিত লক্ষ্যে পৌঁছতে স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা শাখা মাঠে কাজ করবে। নতুন কমিটি আরো গতিশীল ও প্রাণবন্ত ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি।’
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হক আই নিউজকে বলেন- ‘একটি সুন্দর ও সুশৃংখল সম্মেলন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। শহীদ মিনার প্রাঙ্গণে মঞ্চ ও প্যান্ডেল করা হয়েছে। আশা করছি একটি সুন্দর সম্মেলন উপহার দিতে পারবো।’
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’