মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২৩
মৌলভীবাজারের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. খলিল আর নেই
মৌলভীবাজারের কৃতি সন্তান বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. খলিলুর রহমান আর নেই। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বনানী ডিওএইচএসে নিজ বাসায় তিনি মৃ ত্যু ব র ণ করেন বলে নিশ্চিত করেছেন প্রয়াতের আত্মীয় শিক্ষক আব্দুল মতলিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রয়াত ড. খলিলুর রহমানের জানাযার নামাজ মৌলভীবাজার শহরতলিতে তাঁর নিজগ্রাম বাহারমর্দান জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। গ্রামের প্রবীণ মুরুব্বি ও জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মোহিত খান তথ্যটি আই নিউজকে নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. খলিলুর রহমান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা সাবেক বিভাগীয় প্রধান এবং দেশের একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী। তিনি সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. শামীম আরা বেগম জানান, বার্ধক্যজনিত কারণে অধ্যাপক ড. খলিলুর রহমান মৃ ত্যু ব র ণ করেছেন। আমরা রসায়ন বিভাগ পরিবার উনার মৃ ত্যু তে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি।
-
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব লাভের দৌড়ে এগিয়ে যারা
-
ফতেপুর ইউনিয়নের সার্ভার হ্যাক করে রোহিঙ্গাদের নিবন্ধন
অধ্যাপক শামীম আরা বেগম জানান, অধ্যাপক ড. খলিলুর রহমান ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন। কর্মজীবনে শাবি থেকে অবসর নেয়ার পর সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মাত্র বারো দিন আগেই ড. খলিলুর রহমানের ছোট ভাই মেজর খালেদুর রহমান মা রা যান। গত ১১ সেপ্টেম্বর বার্ধক্যজনিতকারণে মৃ ত্যু ব র ণ করেন মেজর খালেদুর রহমান।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’