মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৪৯, ২ অক্টোবর ২০২৩
প্রধানমন্ত্রীর জন্মদিনে মৌলভীবাজার শিল্পকলা একাডেমির আয়োজন
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
কালচারাল অফিসার জ্যোতি সিনহার সমন্বয়ে ও সুশিপ্তা দাশের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান।
স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মুহিত টুটু, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গৌছউদ্দিন নিক্সন।
উপস্থিত ছিলেন বিটিভির জেলা প্রতিনিধি ও জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসানাত কামাল, পৌর কাউন্সিলর ও জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট পার্থ সারথি পাল ও কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফ উদ্দন।
সঙ্গীত প্রশিক্ষক সুপ্রিয়া মিশ্র ও রুবিনা মাহমুদের পরিচালনায় দুইটি সঙ্গীত, শতাব্দী রায়ের পরিচালনায় একক নৃত্য, নাজিয়া আক্তার চৌধুরী ও দ্বীপ দত্ত আকাশের যৌথ পরিচালনায় দলীয় নৃত্য এবং সুশিপ্তা দাশের পরিচালনায় একটি আবৃত্তি পরিবেশনা করা হয়। সঙ্গীতে তবলা সঙ্গত করেন তালযন্ত্রশিল্পী ও প্রশিক্ষক সমীরণ চক্রবর্তী, মন্দিরায় সেলিম রেজা, কী-বোর্ডে দিব্য।
অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে যুক্ত ছিলেন চিত্রশিল্পী শেখ নাঈম দীপু, কার্যনির্বাহী সদস্য মো. শরীফ উদ্দিন ও ফাতিমা জুবিরি মরিয়ম। অনুষ্ঠানটির শব্দ নিয়ন্ত্রণে মো. মিজানুর রহমান, আলো প্রক্ষেপণে মো. জহিরুল ইসলাম, মঞ্চ ব্যবস্থাপনা বিদ্যাসাগর কৈরী ও উজ্জ্বল মিঞা।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’