কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে মনিপুরীদের জাতীয় নেতা হিজম ইরাবতের জন্মবার্ষিকী উদযাপন
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি জাতির নবজাগরণের প্রতীকী পুরুষ ও মনিপুরীদের জাতীয় নেতা জননেতা হিজম ইরাবতের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) ইন্টিগ্রেটেড মণিপুরি এসোসিয়েশন (ইমা) বাংলাদেশ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল (মাঝেরগাঁও) গ্রামে দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করে।
কর্মসুচির মধ্যে ছিল মনিপুরী কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জননেতা হিজম ইরাবতের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ এবং মণিপুরি কমপ্লেক্স সংলগ্ন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মণ্ডপে সংগীতানুষ্ঠান, আলোচনা সভা ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ।
ইন্টিগ্রেটেড মনিপুরী এসোসিয়েশনের (ইমা) চেয়ারম্যান শ্রী অহৈবম রনজিৎ সিংহের সভাপতিত্বে ও ইমা বাংলাদেশ এর নির্বাহী সদস্য কে এইচ সমরেন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা।
বিশেষ অতিথি ছিলেন ইমা বাংলাদেশ এর প্রাক্তন চেয়ারম্যান কবি এ, কে, শেরাম, মণিপুরি তাঁত শিল্পের অন্যতম অগ্রদূত রাধাবতী দেবী প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক প্রহ্লাদ সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক বীরেন্দ্র কুমার সিংহ, কবি শেরাম নিরঞ্জন, কবি রওশন আরা বাঁশি প্রমুখ।
এছাড়া, সংগঠনের সাধারণ সম্পাদক এল রাজকুমার সিংহসহ মণিপুরি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।
সভায় আলোচকেরা জননেতা হিজম ইরাবতের কর্ম-কীর্তি ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’