সিলেট প্রতিনিধি
সিলেটে নিখোঁজ ৩ কিশোর, মিলল ১ জনকে

সিলেটের আলাদা আলাদা জায়গা থেকে সম্প্রতি তিন কিশোর নিখোঁজ হন। এর মধ্যে একজনের খোঁজ মিলেছে। বাকি দুজনের খোঁজে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে।
নিখোজ হওয়া কিশোরেরা সিলেটের শাহপরান, গোয়াইনঘাট ও জকিগঞ্জ থানা একালার বাসিন্দা বলে জানা গেছে। পরে নিখোঁজদের স্বজনরা স্ব স্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি সূত্রে জানা যায়, ১৬ দিনের মধ্যে জেলার বিভিন্ন স্থান থেকে নিখোঁজ হওয়া কিশোরদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে।
নিখোঁজ তিন কিশোর হল, সিলেট সদর উপজেলার জালিজ মাহমুদ সিয়াম (১৬), গোয়াইনঘাট উপজেলার মো. উসমান আহমদ (১৩) এবং জকিগঞ্জ উপজেলার মো. মাহফুজুর রাহমান (১৬)।
জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ডেমারগ্রামের হাফেজ মাওলানা আবদুল বাসিতের ছেলে মো. মাহফুজুর রাহমান ৪ অক্টোবর থেকে নিখোঁজ হয়। মাহফুজুর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ত। ৪ অক্টোবর বাড়ি থেকে গোলাপগঞ্জের মাদরাসার উদ্দেশে বের হওয়ার পর তার আর কোনো খবর পায়নি পরিবার।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন বুধবার (১১ অক্টোবর) সকালে বলেন, গতকাল মঙ্গলবার মাহফুজুর রাহমানের খোঁজ মিলেছে সিলেট শহরে। জানা যায়, সে বাড়ি থেকে রাগ করে বের হয়েছিল।
এর আগে গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল জামকান্দি গ্রামের হানিফ আলীর ছেলে উসমান আহমদ ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। উসমান স্থানীয় জামকান্দি নুরুল উলুম মাদানি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র। ছেলে নিখোঁজের ঘটনায় বাবা হানিফ আলী গোয়াইনঘাট থানায় ২৮ সেপ্টেম্বর জিডি করেন।
হানিফ আলী বলেন, উসমান সেদিন সকাল ১০টার দিকে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হয়। কিন্তু মাদরাসায়ও যায়নি; পরে আর বাড়িও ফেরেনি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। কিন্তু ছেলের সন্ধান পাচ্ছেন না।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, নিখোঁজ কিশোরের সন্ধানে পুলিশ কাজ করছে।
এদিকে সিলেট শহরের খাদিমনগর আবাসিক এলাকা থেকে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জালিজ মাহমুদ সিয়াম নিখোঁজ হয়। সে সদর উপজেলার পীরেরবাজার এলাকার জহিরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
জালিজ বরিশালের উজিরপুর উপজেলার গাজীরপাড়া গ্রামের ফরিদুল ইসলাম ও সুলতানা বেগম দম্পতির ছেলে। খাদিমনগর আবাসিক এলাকায় মামা সোহাগ হাওলাদারের বাসায় থেকে পড়াশোনা করত।
ভাগনে নিখোঁজের ঘটনায় সোহাগ হাওলাদার সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানায় ২০ সেপ্টেম্বর জিডি করেন।
এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ওসি আবুল খায়ের বলেন, নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে পুলিশ কাজ করছে।
জালিজ মাহমুদের মামা সোহাগ হাওলাদার বলেন, ব্যবসার সূত্রে তিনি সিলেটে থাকেন। তার ভাগনে জালিজ পড়াশোনার জন্য সিলেটে এসেছিল; তার বাসাতেই থাকত। সে নিখোঁজের পর অনেক জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’