মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১২:৫২, ১৫ অক্টোবর ২০২৩
অন্তেহরিতে দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৮০০ জন
অন্তরে অন্তেহরি আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি। ছবি- আই নিউজ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও ব্যতিক্রমী আয়োজন করেছে মৌলভীবাজারের রাজনগরের স্বেচ্ছাসেবী সংগঠন "অন্তরে অন্তেহরি"। দুর্গাপূজা উপলক্ষে তাদের এবারের কর্মসূচি ছিল ফ্রী মেডিক্যাল ক্যাম্প। কর্মসূচির আওতায় পাঁচটি গ্রামের প্রায় ৮০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সংগঠনটি।
শনিবার (১৪ অক্টোবর) শুভ মহালয়ার দিন অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে।
এদিন 'অন্তরে অন্তেহরি'র আহবানে সুবিধাবঞ্চিত এসব মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবায় দিতে এগিয়ে আসেন চারজন মহাত্মা বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. বিশ্বজিৎ দেব, হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক এবং জনস্বাস্থ্য ও প্রসূতি স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. রোকশানা ওয়াহিদ রাহি, মৌলভীবাজার সদর হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. পার্থ সারথী দাস এবং সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালের মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. বিষ্ণুপদ দেবনাথ।
এ ছাড়াও, পাশাপাশি বিনামূল্যে সেবা নিতে আসা মানুষদের বিনামূল্যে ইসিজি, রক্তচাপ ও ডায়বেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
-
মৌলভীবাজার শহরে যেসব পয়েন্টে গাড়ি থামানো নিষেধ
-
মৌলভীবাজারে চালু হচ্ছে অ্যাপভিত্তিক গাড়ী ভাড়া করার সুবিধা
এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমকে ঘিরে অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ রূপ নেয় একটি উৎসব স্থলে। আয়োজনে অংশ নেন এলাকার প্রায় সব বয়সী মানুষজন।
অনুষ্ঠানে অন্তেহরি গ্রামের প্রবীণতম ব্যক্তি শ্রী গৌরাঙ্গপদ দাসকে 'অন্তরে অন্তেহরি'র পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন- সুরঞ্জিত দাশ, নিঠু দাশ, বিশ্বজিৎ চক্রবর্তী, মুন্না চক্রবর্তী, রাসু দাশ, বিষ্ণু চক্রবর্তী, অক্ররমনি দেবনাথ, পলাশ দাশ, পিকলু দাশ, রাজন দাশ, জলক চন্দ্র, লোভন দাশ, রুবেল দাশ সহ আরো অনেকেই।
গ্রামের প্রবীণতম ব্যক্তি শ্রী গৌরাঙ্গপদ দাসকে 'অন্তরে অন্তেহরি'র পক্ষ থেকে বিশেষ সম্মাননা। ছবি- আই নিউজ
উল্লেখ্য, 'মানুষের কল্যাণে তারুণ্য' এই প্রত্যয়কে সামনে রেখে প্রায় এক দশক যাবত কাজ করে যাচ্ছে 'অন্তরে অন্তেহরি'।
এরকম সমাজসেবা মূলক আয়োজন আগামীতে আরো করা হবে এমনটা জানিয়েছেন 'অন্তরে অন্তেহরি'র সদস্যরা। পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে যা পাশে ছিলেন তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’