রুপম আচার্য্য, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে দুর্গার শৈলপুত্রী রূপের পূজা দিয়ে শুরু আগাম দুর্গাপূজা

শ্রীমঙ্গলে দুর্গার শৈলপুত্রী রূপের পূজা দিয়ে শুরু আগাম দুর্গাপূজা
হাত গুণে দুর্গাপূজার বাকি মাত্র পাঁচ দিন। আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মা দুর্গার পূজা। তবে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছামতী চা বাগানের মঙ্গলচন্ডি মন্দিরে দেশের আগাম শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। প্রতিবছর এই মন্দিরে দুর্গা পূজার ছয়দিন আগ থেকেই আগাম দুর্গাপূজা শুরু হয়। প্রতিদিন একটি করে নয়দিনে দেবী দুর্গার নয়টি রুপের পূজা করা হয়।
আজ রোববার (১৫ অক্টোবর) সকালে দেবী দুর্গার ৯টি রুপের মধ্যে দেবী দুর্গার (প্রথম রুপ) শৈলপুত্রী রুপে পূজা করা হয়। এভাবে পৌরানিক নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত ব্রহ্মচারিনী, চন্দ্রঘন্টা, কুষ্মান্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপের পূজা করা হবে। ২৪ অক্টোবর হবে দেবীর বিসর্জন।
নবদূর্গা বলতে আভিধানিক ভাবে দেবী পার্বতীর দূর্গার রূপের ৯টি রূপকে বোঝানো হয়। ছবি- রুপম আচার্য্য
নবদূর্গা কী?
নবদূর্গা বলতে আভিধানিক ভাবে দেবী পার্বতীর দূর্গার রূপের ৯টি রূপকে বোঝানো হয়৷ হিন্দু পুরাণ অনুসারে, এগুলো দেবী পার্বতীর ৯টি ভিন্ন রূপ। এই ৯টি রূপের সগুন বর্তমান দেবী পার্বতীর দূর্গার রূপ। যে রূপে দেবী পার্বতী বধ করেন দুর্গম অসুরকে।
দেবী দুর্গার এই ৯টি রুপ হল যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী৷ প্রতি শরৎকালে নবরাত্রির ৯ দিনে প্রতিদিন দেবী পার্বতীর দূর্গা রূপের এই নয় রূপের এক একজনকে পূজো করা হয়৷
যেভাবে হয় নবদুর্গার পূজা
পূজার প্রথম দিন রোববার মঙ্গলচন্ডি মন্দিরে গিয়ে দেখা যায়, ‘সারাদেশের হাজার হাজার পূূজা মন্ডপে কারিগররা যেখানে প্রতিমা তৈরীতে ব্যস্ত সেখানে এই জায়গায় ঢাকের তালে মোহিত হচ্ছে পূজা মন্ডপ। নিজের ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আগাম দুর্গা পূজা দেখতে এসেছেন।’
পূজা দেখতে আসা অনির্বাণ সেনগুপ্ত প্রীতম বলেন, ‘সাধারনত দুর্গাপূজা ষষ্টি তিথিতে শুরু হয়ে দশমীতে শেষ হয়। কিন্তু এই পূজা মন্দিরে একটু ব্যতিক্রম আয়োজন। এখানে কয়েকদিন আগেই পূজা শুরু হয়। এবং ৯দিন ব্যাপী পূজা হয়। একটু আগে ভাগেই পূজা শুরু হওয়ায় আমরা দেখতে আসছি। সারাদেশে এখনো পূজা শুরু হয়নি। এখানে দুর্গা পূজা শুরু হয়ে গেছে। আমরা পরিবারের লোকজন পূজা দেখতে চলে এসেছি। মায়ের কাছে প্রার্থনা করছি আমরা যেন সবাইকে নিয়ে ভালো থাকি।’
পরিবারের সাথে আসা দেবশ্রী দত্ত বিথী বলেন, ‘মামার সাথে পূজা দেখতে এসেছি। এখানে প্রথম বার এসেছি পূজা দেখতে। এখানে মা দুর্গার অনেকগুলো প্রতিমা রয়েছে। এরকম পূজা আগে দেখিনি। অনেক ভালো লাগছে।’
শ্রীশ্রী মঙ্গলচন্ডি সেবাশ্রম নবরুপে নবদূর্গা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ স্বাধীন চাষা বলেন, ‘শ্রী শ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রম মন্দিরে নবদুর্গা পূজার ১৩ তমও আয়োজন। আমরা এখানে দুর্গা পূজা শুরু করার পর থেকেই প্রতিবছরই এখানে অনেক ভক্তবৃন্দের সমাগম ঘটে। শুধু শ্রীমঙ্গলই নয়, সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসেন। কয়েকশো বছর পুরনো এই মন্দির, জাগ্রত একটি মন্দির। ভক্তরা মঙ্গলচন্ডীর এই পরিবেশে আসলে মুগ্ধ হয়। শান্তিভবে পূজা উদযাপন করতে পারে।’
শ্রীশ্রী মঙ্গলচন্ডি সেবাশ্রম নবরুপে নবদূর্গা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ঝিনুক বৈদ্য বলেন, ‘শ্রীশ্রী মঙ্গলচন্ডি মন্দিরটি এই অঞ্চলের অনেক প্রাচীন মন্দির। এই জায়গাটিতে গত ১২ বছর ধরে আমরা নবদুর্গা পূজা করে আসছি। এবছর আমাদের ১৩ তম আয়োজন। এই নবদুর্গা পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন। আগামী ২৪শে অক্টোবর সারাদেশের পূজার সাথে মিল রেখে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে।’
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’