শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৫:০০, ১৯ অক্টোবর ২০২৩
শ্রীমঙ্গলে পূজা উপলক্ষে বাংলাদেশ মাইনোরিটি রাইটস এলায়েন্স টরেন্টোর বস্ত্র বিতরণ
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ মাইনোরিটি রাইটস এলায়েন্স টরেন্টোর বস্ত্র বিতরণ। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা শুরুর একদিন আগে বাংলাদেশ মাইনোরিটি রাইটস এলায়েন্স টরেন্টো, কানাডার অর্থায়নে বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে বাংলাদেশ মাইনোরিটি রাইটস এলায়েন্স টরেন্টো, কানাডার অর্থায়নে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার হিসেবে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ- সভাপতি অজয় কুমার দেব। এতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের উপদেষ্টা মুকুল বিকাশ দেবরায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ- সভাপতি সুনীল বৈদ্য শচী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সম্পাদক সমীরণ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সুদীপ দাশ রিংকু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সম্পাদক সুশীল শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, মহিলা ঐক্য পরিষদের সম্পাদিকা শুক্লা সেনগুপ্ত, দেবব্রত দত্ত হাবুল, গৌতম পুরকায়স্থ, সুধাংশু পাল, প্রকৌশলী তুষার সরকার, সমাজ সেবক বিভুতি ভূষন রায় প্রমুখ।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্টানে বাংলাদেশ মাইনোরিটি রাইটস এলায়েন্স টরেন্টো, কানাডার অর্থায়নে মায়েদের মাঝে বস্ত্র বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’