আই নিউজ প্রতিবেদক
দুর্গা পূজা ২০২৩ ছবি
মৌলভীবাজারের ত্রিনয়নী শিববাড়ি পূজা মন্ডপের নান্দনিক দুর্গা প্রতিমা। ছবি- শ্যামলাল গোসাঁই
মৌলভীবাজার জেলার ১ হাজর ৩৬টি পূজা মন্ডপে এবছর চলছে শারদীয় দুর্গা পূজা উদযাপন। সনাতনী পঞ্জিকা অনুযায়ী মহাসপ্তমী পূজার মাধ্যমে শুরু হয় দুর্গাপূজার মূল আচার অনুষ্ঠান। ২২ অক্টোবর মহাঅষ্টমী, ২৩ অক্টোবর মহানবমী ও ২৪ অক্টোবর বিজয়া দশমী।
দশমির দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। প্রতিবছর দুর্গা পূজার ছবি নিয়ে অনেকের মাঝেই একটা আগ্রহ থাকে। বিভিন্ন মন্ডপে সুন্দর সুন্দর ছবি দেখে চোখ জুড়ান অনেকেই।
শ্রীমঙ্গলের স্বরলিপি সংঘ আয়োজিত পূজা মন্ডপের দুর্গা প্রতিমা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে দুর্গা পূজা ২০২৩ ছবি
শনিবার (২১ অক্টোবর) মহাসপ্তমী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠিকতা জেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক মহিম দে মধু জানিয়েছেন, জেলায় এবার ১ হাজার ৩৬টি পূজামণ্ডপ দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ১১৭টি, বড়লেখায় ১৫৩টি, জুড়িতে ৭১টি, কুলাউড়ায় ২২২টি, কমলগঞ্জে ১৬২টি, রাজনগরে ১৩৮টি ও শ্রীমঙ্গলে ১৭৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
স্বরলিপি সংঘের দুর্গা প্রতিমার সামনেই স্থাপিত সাদা রঙের এই প্রতিমাও নজর কেড়েছে এখানে আসা পুণ্যার্থীদের। ছবি- আই নিউজ
সবচেয়ে আকর্ষণীয় পাঁচগাঁওর লাল দুর্গা
মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে ব্যতিক্রমী এক প্রতিমা লাল রঙের দেবী দুর্গা। কেউ কেউ বলেন লোহিত বর্ণের দুর্গা। এখানে দুর্গা দেবী পূজিত হন সদা জাগ্রতরূপে। প্রতিবছরের ন্যায় এবছরও যেখানে নেমেছে লাখো পুণ্যার্থীর ঢল।
ভুরভুরিয়া চা বাগানের পাশে এভাবেই রেখে দেয়া হয়েছে ভোলা ঠাকুর এবং দুর্গার প্রতিমা। দর্শনার্থীরা চলতি পথে যেতে যেতে দেখে যান তাদেরও। ছবি- আই নিউজ
এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রায় ৩০০ বছর আগে লালরঙা এ দুর্গা প্রতিমার পূজার প্রচলন শুরু হয় প্রয়াত সর্বানন্দ দাসের হাত ধরে। অবশ্য এ নিয়ে এলাকায় বেশকিছু লোকশ্রুতি প্রচলিত আছে।
সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানের প্রকৃতি ঘেরা এক মন্দির মঙ্গলচণ্ডী কালী মন্দির। ছবিতে আরাধ্য শক্তির প্রতি দীপ জ্বালাতে দেখা যাচ্ছে একজন নারীকে। ছবি- আই নিউজ
পাঁচগাঁও দুর্গাপূজা উপলক্ষে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মেলা বসেছে। নানা জাতের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেছেন মণিহারি দোকানিরা। লালদুর্গা দেখতে আসা পুন্যার্থীরা দেবীদর্শনের পর চষে বেড়াচ্ছে পূজাকে ঘিরে বসা এসব দোকানে দোকানে। এতে করে পুরো পাচগাও মন্দির এলাকা রূপ নিয়েছে এক মহা উৎসবস্থলে।
আছে কাদিপুর শিববাড়ি মন্দির
কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে অবস্থিত শিববাড়ির প্রবেশমুখেই পাকা সুদৃশ্য তোরণ, ভেতরে কারুকাজসোভিত তিনটি মন্দির। এর মধ্যে একটির দোতলায় রয়েছে তৈরি করা হয়েছে উঁচু সহস্রভুজা দুর্গা প্রতিমা। দূর দূরান্ত থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাদিপুরের শিববাড়িতে নেমেছে পুণ্যার্থীদের ঢল।
চারদিকে সবুজ চা বাগান। পাশ দিয়ে বহতা ঝিরি। এসবের মধ্যে জেগে আছে মঙ্গলচণ্ডী কালী মন্দির। দূর থেকেও দেখা যায় মানুষের উৎসব। ছবি- আই নিউজ
শিববাড়ির মন্দিরের সামনে শান–বাঁধানো ঘাটের বড় পুকুর। বাড়ির ভেতরে পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি মন্দিরকে ঘিরে এখানে আসা পুণ্যার্থীদের ঢল।মন্দিরের দোতলায় স্থাপন করা হয়েছে ‘আনন্দ সেবাধাম’ নামের দুর্গা প্রতিমা। সিমেন্টের তৈরি এই প্রতিমার উচ্চতা ২৩ ফুট। প্রতিমার সহস্র হাত। এ কারণে তাঁকে বলা হয় সহস্রভুজা। শিল্পীর রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে সহস্রভুজা দেবীর সৌন্দর্য।
মৌলভীবাজারে পূজায় ঘুরতে আসা দর্শনার্থীদের আগ্রহ জুড়ে ছিল ভারতের কেদারনাথ মন্দিরের আদলে তৈরি মহেশ্বরী পূজা মন্ডপ। ছবি- সাজু মারছিয়াং, আই নিউজ
জানা যায়, প্রখ্যাত বেতার সম্প্রচারক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চণ্ডী পাঠের সময় দেবী দুর্গাকে কখনো দশভুজা, কখনো অষ্টাদশভুজা আবার কখনো সহস্রভুজা উল্লেখ করেছেন। মহিষাসুর বধের সময় দেবী যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, তাতেও তিনি সহস্রভুজা ছিলেন। তাই সহস্রভুজা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। ২০২২ সাল থেকে নিয়মিত এই প্রতিমার পূজা হচ্ছে। তবে প্রতিমার বিসর্জন হবে না। এটাই এখানকার নিয়ম।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’