মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
আপডেট: ১৪:৫৮, ১৪ নভেম্বর ২০২৩
শ্রীমঙ্গলে উপকারভোগীদের মধ্যে হুইল চেয়ার, টাকা, চাল বিতরণ করলেন আ. শহীদ
উপকারভোগীদের মাঝে চালের বস্তা বিতরণ করছে অতিথিরা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি অনুদান প্রাপ্ত বিভিন্ন উপকারভোগীদের নিয়ে উন্নয়ন সমাবেশ ও বিভিন্ন অনুদানের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি সেবা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দুধু মিয়া।
এ ছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের সহ-সভাপতি শমশের খান, যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ, সহ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাহীদ, পৌর যুবলীগ নেতা আকবর হোসেন শাহিন ও আয়ামী লীগ নেতা আবুতালেব বাদশা প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতৃব্দৃরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার কালাপুর ইউনিয়ন ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের কয়েক হাজার উপকারভোগী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সরকারি ভাবে প্রাপ্ত বিভিন্ন উপকারভোগীদের মাঝে ভিজিডি, ভাতা, হুইল চেয়ার, নগদ অর্থ, ঋণের চেক ও শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’