নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
তফসিল ঘোষণার প্রতিবাদে মৌলভীবাজারে ৮ জনের বিক্ষোভ
তফসিল ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলনের ৮ নেতার বিক্ষোভ। ছবি- আই নিউজ
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে পক্ষপাতদুষ্ট তফসিল ঘোষণার প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদী মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা। কিন্তু, তাদের এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির মাত্র ৮ জন নেতাকর্মী।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল শেষে মানবন্ধন ও সংক্ষিপ্ত সভা করেন ইসলামী আন্দোলনের এই ৮ নেতা। সভায় বক্তব্য রাখেন, ইসলামী আনন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা জিয়াউর রহমান নকিব, সহকারী প্রশিক্ষণ মাওলানজ নুরুউদ্দিন।
তারা অবিলম্বে অবৈধ তফসিল ঘোষণা এবং একতরফা নির্বাচন বাদ দিয়ে সকল দলের অংশগ্রহণের নির্বাচন করার আহ্বান জানিয়েছেন।
এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বুধবার সন্ধ্যায় আনন্দ মিছিল করেছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সিইসি তফসিল ঘোষণার পরপর শহরের সেন্ট্রাল রোডে আনন্দ মিছিল বের করেন তারা। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ।
অপরদিকে, তফসিল ঘোষণার পর এখনো কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে। তফসিল ঘোষণার পরদিন আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল পর্যন্ত জেলা বিএনপির কোনো কর্মসূচির খবর পাওয়া যায় নি।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও বিএনপি নেতাকর্মীদের পাওয়া যায় নি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’