নিজস্ব প্রতিবেদক মৌলভীবাজার
আপডেট: ১৪:৩৬, ১৭ নভেম্বর ২০২৩
শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আ. লীগের আমলে উল্লেখযোগ্য উন্নয়ন
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ
হাওর, নদী, চা বাগান, সমতল ঘেরা মৌলভীবাজার বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এরমধ্যে পর্যটন নগরী হিসেবে খ্যাত দুই উপজেলা কমলগঞ্জ ও শ্রীমঙ্গল। এই দুই জেলায় রয়েছে পর্যটনের অফুরন্ত ভাণ্ডার। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই দুই উপজেলাকে ঘিরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। যা এ দুই উপজেলার অর্থনৈতিক খাত ও জনজীবনকে উন্নীত করেছে অতীতের থেকে ভালো অবস্থানে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা মিলে মৌলভীবাজার-৪ আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। ১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয়বার এই আসনে সংসদীয় আসনে বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ সরকারের শাসন মেয়াদে মৌলভীবাজারের এই এলাকাটিতে সম্পন্ন হওয়া উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য উন্নয়ন
- পল্লীসড়ক উন্নয়ন ২২৭ কিলোমিটার।
- পল্লীসড়ক রক্ষণাবেক্ষণ ৪০২ কিলোমিটার।
- সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ব্রিজসহ উন্নয়ন, ব্যয় ২২৯.৫৫ কোটি টাকা।
- ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ ১২টি।
- উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন নির্মাণ ২টি।
- আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ ১৭৬১টি।
- শ্রীমঙ্গলে বিসিক শিল্পনগরী স্থাপন (৪৯.১৪ কোটি টাকা)।
- মানবিক সহায়তা খাতে উপকারভোগীর সংখ্যা ১০,৬০,৫১০ জন।
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ীতে আ. লীগের আমলে উল্লেখযোগ্য উন্নয়ন
- শ্রীমঙ্গল ও কমলগঞ্জে ৫০০ আসন বিশিষ্ট জেলা পরিষদ অডিটরিয়াম নির্মাণ।
- শিক্ষাখাতে উন্নয়ন ২৯৬ কোটি টাকা
- স্বাস্থ্যখাতে বরাদ্দ উন্নয়ন ২৩ কোটি টাকা।
- কৃষি খাতে সহায়তা ২২.৩৭ কোটি টাকা।
- নিরাপদ পানীয় জল খাতে ব্যয় ১৩৬.০৮ কোটি টাকা।
- সামাজিক নিরাপত্তা খাতে সহায়তা ২০ কোটি টাকা।
- চা শ্রমিকদের আর্থিক অনুদান ৫৪ কোটি টাকা।
- চা শ্রমিকদের গৃহ নির্মাণ ৮০টি।
- চা বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও জাতীয়করণ।
- শ্রীমঙ্গল সরকারি কলেজে ২টি একাডেমিক ভবন নির্মাণ।
- শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজ স্থাপন।
- কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় ও কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণ।
- বর্মাছড়া চা বাগানে সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা।
- কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ।
- উভয় পৌরসভায় ৪০ কিমি ড্রেনেজ নির্মাণ
- কমলগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ।
- কমলগঞ্জ পৌরসভায় পানি শোধনাগার নির্মাণ।
- কমলগঞ্জে মডেল মসজিদ নির্মাণ
মৌলভীবাজার-৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও অংশ নিবেন বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। তিনি শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। এলাকার উন্নয়নকে তরান্বিত করতে এবং এর ধারাবাহিকতা ধরা রাখতে আবারও এবছর আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’