নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
স্বাস্থ্য সেবায় দেশে সবার শীর্ষে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।
দেশের জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে দেশসেরা ১০ টি হাসপাতালের তালিকার শীর্ষে রয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল।
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা সূচকের নির্ধারিত মানদণ্ডে সারাদেশের জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে সেরা নির্বাচিত হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল। চলতি বছরের অক্টোবর মাসের পারফরমেন্সের ভিত্তিতে রোববার (১৯ নভেম্বর) প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তালিকার দ্বিতীয়তে রয়েছে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। তৃতীয়স্থানে আছে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল।
স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (অক্টোবর ২০২৩) অনুযায়ী দেশের শীর্ষ ১০টি জেলা সদর হাসপাতালগুলোর স্কোর- মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল স্কোর ৮৯ দশমিক ৪৪, নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্কোর ৮৭ দশমিক ৫১, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল স্কোর ৮৬ দশমিক ১০, কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল স্কোর ৮৫ দশমিক ৭১, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল স্কোর ৮৫ দশমিক ৬৮, কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্কোর ৮৫ দশমিক ২১, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্কোর ৮৪ দশমিক ৫৩, নীলফামারী ২৫০ শয্যা সদর হাসপাতাল স্কোর ৮৪ দশমিক ২৫, নরসিংদী ডিস্ট্রিক্ট হাসপাতাল। স্কোর ৮২ দশমিক ৭৭, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল স্কোর ৮২ দশমিক ৬১।
এদিকে, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সুপার (ভারপ্রপ্ত) ডা. বিনেন্দু ভৌমিক জানান, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সারাদেশের মধ্যে প্রথম হওয়া সম্ভব হয়েছে। হাসপাতালের সেবার মান ও পরিস্কার পরিচ্ছন্নতাকে একটা নির্দিষ্ট মানে নিয়ে যেতে আমরা সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও মাতৃসেবা, শিশু সেবা, প্রসবকালীন সেবা, রোগী ভর্তির হার, অপারেশন, অক্সিজেন সরবরাহ, ডায়ালাইসিস, সিটিস্ক্যান সেবা আমাদের অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন প্রাণান্ত চেষ্টা ছিল আমাদের সকলের, একটা নির্দিষ্ট মানে হাসপাতালকে নিয়ে যাওয়া। এর ফল আমরা পেয়েছি। আমাদের সেই চেষ্টা অব্যাহত রাখবো। তবে আপামর সকলের সহযোগিতা ও পরামর্শ আমরা সবসময় কামনা করি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’