মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১২:১৩, ২৭ নভেম্বর ২০২৩
জিল্লুর রহমান মনোনয়ন পাওয়ায় রাজনগরে সমর্থকদের আনন্দ
মৌলভীবাজার-৩ আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জিল্লুর রহমান। এ খবরে আনন্দের জোয়ার বইছে জিল্লুর রহমানের জন্মস্থান রাজনগর উপজেলায়। এরিমধ্যে মনোনীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর এলাকায় আনন্দ মিছিল ও শোডাউন করেছেন এলাকাবাসী।মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জিল্লুর রহমান। এ খবরে আনন্দের জোয়ার বইছে জিল্লুর রহমানের জন্মস্থান রাজনগর উপজেলায় নিজ সমর্থকদের মধ্যে। এরিমধ্যে মনোনীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর এলাকায় আনন্দ মিছিল ও শোডাউন করেছেন সমর্থকরা।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মৌলভীবাজার-৩ আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের নাম ঘোষণা করা হয়।
এ খবর প্রকাশের পরপর রাজনগরে এক জায়গায় জড়ো হতে থাকেন জিল্লুর রহমান সমর্থকরা। এসময় তারা জিল্লুর রহমানের নাম নিয়ে বিভিন্ন ধরলের স্লোগান দিতে থাকেন। আনন্দ মিছিলটি শোডাউন করে মৌলভীবাজার সদরে যাওয়ার কথাও রয়েছে।
এদিকে মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে জিল্লুর রহমানকে মনোনয়নের মধ্য দিয়ে রাজনীতিতে দীর্ঘদিন পর আলোচনায় রাজনগর উপজেলায়। কয়েক যুগ পর এ উপজেলার কেউ সংসদীয় আসনের নির্বাচনের জন্য মনোনীত হওয়ায় এলাকাবাসীও সাধুবাদ জানাচ্ছেন।
এদিকে নাম ঘোষণার পর মনোনীত প্রার্থী জিল্লুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, তারণ্য নির্ভর স্মার্ট বাংলাদেশ নির্মানের যে অঙ্গিকার আর সে পথের যাত্রায় বাংলাদেশ আওয়ামিলীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাকেও এই যাত্রায় সঙ্গী করায় মাননীয় নেত্রীর প্রতি মৌলভীবাজার-রাজনগর বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা।
-
মৌলভীবাজার-৩ আসনে চমক, নৌকার প্রার্থী জিল্লুর রহমান
-
মৌলভীবাজার-৪ আসনে ৭ম বারের মতো মনোনয়ন পেলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
তিনি লিখেছেন, মৌলভীবাজার-রাজনগরবাসী আপনাদের ভরসার জায়গা পরিপূর্ণ করতে সবাইকে সাথে নিয়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। এলাকার উন্নয়ন ও অগ্রযাত্রায় পরিকল্পনা মাফিক কাজ করাই আমার লক্ষ্য।
উল্লেখ্য, মৌলভীবাজারের বাকি ৩ আসনের মধ্যে মৌলভীবাজার-১ আসনে মো. শাহাবুদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল এবং মৌলভীবাজার-৪ আসনে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে নৌকা প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’