নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
এম এ রহিম সিআইপির পক্ষে মৌলভীবাজার আওয়ামী লীগের সভা
ছবি- সংগৃহীত
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপির পক্ষে এক সভা করেছে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের একাংশ। তাঁরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিআইপি রহিমের পক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করেন।
শুক্রবার (৮ ডিসেম্বর) এই সুধী সমাবেশে বসেন নেতারা। এর আগে মনোনয়ন ফিরে পেতে নেতৃবৃন্দের নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন এম এ রহিম সিআইপি। এখন তিনি আপিলের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। মনোনয়ন ফিরে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
সুধী সমাবেশে আওয়ামীলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সদরের সভাপতি আকবর আলী, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিলন বখত প্রমুখ।
তাঁরা প্রত্যেকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম সিআইপিকে নির্বাচিত করে জেলা আওয়ামী লীগ রক্ষা এবং শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
মৌলভীবাজার-৩ আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ বলেন, আওয়ামী লীগের সংকট ও দুর্দিনের নেতা এম এ রহিম। এম এ রহিম সিআইপি এমপি হলে মৌলভীবাজার ও রাজনগর আওয়ামী পরিবার বাঁচবে। তিনি এমপি না হলে আওয়ামী আদর্শের কেউ রাজনীতি করতে পারবে না। আমাদের এতোদিনের কষ্ট, এতোদিনের ত্যাগ সব বৃথা যাবে।
বক্তারা বলেন, দেশে-বিদেশে বিদ্যমান ব্যবস্থায় ভালো নির্বাচন সম্ভব, সেটি প্রমাণিত করতে স্বচ্ছ ইমেজ সম্পন্ন স্বতন্ত্র প্রার্থী এম এ রহিমকে বিজয়ী করতে সবাইকে এক হতে হবে। জন সাধারণকে সাথে নিয়ে সরকারকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। সেই সঙ্গে মৌলভীবাজারের আওয়ামীলীগের রাজনীতির যে দীর্ঘদিনের ঐতিহ্য ও গৌরব তা রক্ষা করতে হবে বলেও সমাবেশে জানান তাঁরা।
উল্লেখ্য, কাগজপত্রের ত্রুটির কারণে প্রাথমিকভাবে মনোনয়ন বাতিল হয় স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম সিআইপির। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন ফিরে পেতে আপিল করার সময়সীমা ছিল। ১০ থেকে আগামী ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। সেখানে আপলি বাতিল বা গ্রহণ হলে সংক্ষুব্ধরা উচ্চ আদালতে যেতে পারবেন।
এদিকে জানা গেছে- গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে স্বতন্ত্রপ্রার্থীদের ছাড় দিতে নমনীয় থাকবেন সংশ্লিষ্টরা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’