নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নিহত আলিফ মিয়া (৪৫)। ছবি- আই নিউজ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাছ বিক্রি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলিফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেলে নবীগঞ্জের বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামের আইন উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বড় ভাকৈর গ্রামের খসরু মিয়ার মৎস্য ফিশারি ৩ বছর ধরে লিজ নিয়ে আকবর উল্লাহর পুত্র আজাদ মিয়া মাছ চাষাবাদ করে আসছেন। ঘটনার দিন দুপুরে আজাদ মিয়ার ফিশারিতে মাছ ধরা হয়। মাছ ধরা শেষ হলে একই গ্রামের মাসুক মিয়া ও তার লোকজন ফিশারির মাছ ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেন। তবে আজাদ মিয়া মাছ বিক্রি করতে অনিহা প্রকাশ করেন। এনিয়ে আজাদ ও মাসুক মিয়ার লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে হাতাহাতি ও এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আজাদ মিয়ার পক্ষের আলিফ মিয়া (৪৫) মাথায় গুরুতর জখম হয়।
গুরুতর আহত অবস্থায় আলিফকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলিফ মারা যায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো কোনো মামলা হয়নি তবে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’