শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে নানা আয়োজনে বড়দিন উদযাপন
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিন উৎসব উদযাপিত হচ্ছে। এবছর মৌলভীবাজারে শুভ বড়দিনে শ্রীমঙ্গল উপজেলার ৬৯টি গির্জায় চলছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসবের অনুষ্টানাধী।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরতলীর সেন্ট যোসেফ গীর্জায় সকাল ৯টা থেকেই জেলার বিভিন্ন পুঞ্জি ও চা বাগান থেকে আসতে থাকেন হাজার হাজার খ্রীষ্ট ভক্তরা। সকাল সাড়ে ১০টায় বিশ্বের শান্তি কামনায় শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনে অংশ নেন বিশেষ সমবেত প্রার্থনা ও খ্রীষ্ট জাক উৎসবে ।
এসময় উপস্থিত থেকে কেক কেটে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ এমপি, সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জেমস্ শ্যামল গমেজ, ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবজ্যোতি চৌধুরী শুভ্র।
এদিকে সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন তারা। শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল শাখার সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়, সাধারণ সমীরণ সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকু, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল আচার্য্য, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন দাশ, ডমিনিক সরকার রনি, জনক দেববর্মা সহ প্রমুখ।
খ্রীষ্ট জাক উৎসব পরিচালনা করেন সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জেমস্ শ্যামল গমেজ, ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, একই সাথে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রত্যেকটি চার্চের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। কোনো সমস্যা হবে না। বড় বড় গির্জাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। তাছাড়া বড়দিন অনুষ্ঠান আয়োজনের সাথে যারা জড়িত আছেন তাদের সবার সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।
বড়দিন উৎসবকে ঘিরে অপরূপ সাজে সেজেছে গির্জাগুলো। আলপনা একে নতুন করে রং করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন খাসিয়া পুঞ্জি, চা বাগানের গারো লাইন এলাকায় গির্জাগুলো সাজানো হয়েছে আলপনা একে সৌন্দর্য বাড়ানোর কাজ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’