মৌলভীবাজার প্রতিনিধি
বুধবার থেকে মৌলভীবাজারে থাকবে সেনাবাহিনী
ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার লক্ষ্যে মৌলভীবাজারে বুধবার থেকে মাঠে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার সকাল থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সারাদেশের মতো মৌলভীবাজারেও ভোটের মাঠে সক্রিয় থাকবে সশস্ত্র বাহিনী।
মঙ্গলবার (২ জানুয়ারি) মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম আই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, বুধবার (৩ জানুয়ারি) থেকে সারা দেশে সেনাবাহিনী মাঠে নামবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এরিমধ্যে ৬২টি জেলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩-১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন/স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে।
সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা/উপজেলা/মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলো এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে।
মৌলভীবাজারের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম আই নিউজকে জানান, সারাদেশের মতো বুধবার (৩ জানুয়ারি) সকালে সেনাবাহিনী মৌভীবাজার এসে রিপোর্ট করবে। বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে তাঁরা মাঠে নামবেন এবং ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ জানুয়ারি সমাপ্ত হবে সকল প্রার্থীদের প্রচার-প্রচারণা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’