রাজন চন্দ, তাহিরপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জে নৌকার প্রচারে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান
সুনামগঞ্জ-১ আসনে নৌকার প্রচারণায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি- আই নিউজ
সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট রনজিত চন্দ্র সরকারের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন সিলেট সিটি করপোরেশন মেয়র আনারুজ্জামান চৌধুরী। তিনি ৭ তারিখে জাতীয় সংসদ নির্বাচনের দিন নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান সকলের প্রতি।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী রণজিত চন্দ্র সরকারের পক্ষে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশন মেয়র আনারুজ্জামান চৌধুরী।
বক্তব্যে সিসিক মেয়র বলেন, এ অঞ্চলে আজকে আমি ঘুরে দেখলাম, সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ারে ভাসলেও এখানে তা দেখতে পায়নি। এবারের নৌকার মনোনীত প্রার্থী রনজিত সরকার নির্বাচিত হলে শুধু এই আসনের উন্নয়ন হবে না, সমগ্র সুনামগঞ্জে উন্নয়নের ছুঁয়া লাগবে।
তিনি আরো বলেন, আপনাদের তাহিরপুরের সন্তান রনজিত সরকারের নেতৃত্ব আমি নিজেও সিলেটে ছাত্ররাজনীতি করেছি। এই রনজিত সরকার তৎকালীন জামাত-বিএনপির সরকারের রোষানলে একাধিকবার হামলা-মামলার শিকার হয়েছেন। কারাগারে গেছেন। তবুও দলের দুর্দিনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছেন।
মেয়র বলেন, দল আজকে ছাত্রলীগ থেকে বেড়ে উঠা তৃণমূলের একজন কর্মী রনজিত সরকারকে নৌকা প্রতীক দিয়ে সুনামগঞ্জ-১ আসনে পাঠিয়েছেন। আপনাদের সন্তানকে আজকে জননেত্রীর বিশ্বস্ত হাতিয়ার হিসেবে সংসদে পাঠানোর সুযোগ সৃষ্টি হয়েছে। ৭ তারিখ ভোটের মাধ্যমে রনজিত সরকারকে বিজয়ী করে জননেত্রীকে নৌকা উপহার দিন।
জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, জননেত্রী সিলেটের জনসভায় বলেছেন নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। নৌকার বিপক্ষে কোনো প্রার্থীর পক্ষে কাজ করা যাবে না। কতিপয় ব্যক্তিরা সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন আমি তাদের ধিক্কার জানাই। সুনামগঞ্জের রাজনীতিকে কলুষিত করবেন না। যারা উস্কানিমূলক এসব কথাবার্তা বলছেন, নির্বাচনের পর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন বলেন, ৭ তারিখের নির্বাচনে প্রতিটি সেন্টারে পাহারা বসাতে হবে। যেনো কোনো দুর্বৃত্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনজিত সরকারের ভোট চুরি করতে না পারে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল করিম, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দীপা, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, ইকবাল হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খয়ের, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবুল কালাম,বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আপ্তাব উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বিশ্বজিত সরকার, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া,বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ছিদ্দুকুর রহমান,উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম,উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মিয়া , তাহিরপুর উপজেলা কৃষক লীগ সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’